www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোরের শিরোনামে

ভোরের শিরোনামে একসকাল বৃষ্টি
উড়িয়ে দিলাম আজ তোমার নামে অঝোরে।
ধূসর আকাশে
নিরন্ন স্বপ্নদের আনাগোনা খুব
তোমার ধ্রুপদী চোখে নামার অভিন্ন প্রত্যয়ে।
চায়ের কাপে চুমুকে চুমুকে
এক অন্যরকম উষ্ণতার লুকোচুরি।

মেঘের শরীরে আজ কোন বিদ্যুৎ নেই।
প্রেমের সুবাস সেও মেখে নিয়েছে গায়ে।
এই সময়, এই প্রহর
বিষণ্ন অভিমানগুলো মুক্ত কোরবার তরে।
বৃষ্টির কোমলতায় হৃদয়ে ফোটে প্রেমময় সুবাস
ভালবাসার সুনিবিড় জয়োগানে।
এই মেঘ, এই প্রেম
থাকুক তোমার একক অধিকারে।

পাতাদের ভেজা বুকে
খুশির আবিরের ঢেউ ওঠে ক্ষণে ক্ষণে
প্রিয়তম বৃষ্টির মিলন-সুখের আর্তনাদে।
তোমার সম্মতি পেলে
আমিও উপভোগ করতে চাই
এই সকাল, এই বৃষ্টি
আলো-আঁধারির সুনসান অভিসারে।
চপল হাওয়ার বিলাসিতা
এই ক্ষণে বড্ড মানানসই
একটু শিহরণ জাগানিয়া ঝড় তোলবার তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast