দিন শেষে শুধু আমিই ছিলাম আমার
রঙিন নেশায় মত্ত হয়ে পেয়েছি অথই আঁধার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
নেশার ঘোরে যায় কেটে বেলা
চারদিকে বৃথা ফানুশের মেলা
অযথা দু'চোখে স্বপ্নের ভেলা
অনুভূতি নিয়ে করে যায় খেলা
হিশেব কষে পেয়েছি খুশি একরাশ যন্ত্রণার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
যা কিছু ভেবেছি আপন করে
ছলনা দিয়েছে দু'হাত ভরে
চাওয়াপাওয়া থাকে শূন্যের ঘরে
অশ্রুফোয়ারে আশাগুলো ঝরে
বুকের গভীরে জমিয়েছি শুধু কষ্টের ভাণ্ডার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
যেখানে ছিলাম, সেখানেই ফের এসেছি দ্যাখো আবার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
নেশার ঘোরে যায় কেটে বেলা
চারদিকে বৃথা ফানুশের মেলা
অযথা দু'চোখে স্বপ্নের ভেলা
অনুভূতি নিয়ে করে যায় খেলা
হিশেব কষে পেয়েছি খুশি একরাশ যন্ত্রণার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
যা কিছু ভেবেছি আপন করে
ছলনা দিয়েছে দু'হাত ভরে
চাওয়াপাওয়া থাকে শূন্যের ঘরে
অশ্রুফোয়ারে আশাগুলো ঝরে
বুকের গভীরে জমিয়েছি শুধু কষ্টের ভাণ্ডার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
যেখানে ছিলাম, সেখানেই ফের এসেছি দ্যাখো আবার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।