www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চন্দ্রকান্তা

চন্দ্রকান্তা ! বিস্তারিলে অনুপ প্রতীতি,
নিরুদ্দেশ পোতাধ্যক্ষ লভিনু মেদিনী;
নিরীশ্বর চেতনায় স্বর্ণোজ্জ্বল স্মৃতি
আঁকড়িলে চতুর্যুগ প্রিয়ঙ্গু চন্দনী।
অগ্নীশুদ্ধ রসোত্তম মুদারা প্রকাশী
কিন্নরের মরুদ্বীপ লভিলে একাকী;
কুলাচার বিসর্জনে জেনেছি প্রেয়শী
অতনুর বিষধারা বিলায়েছে সাকী।

হরিয়াল উড়ে যায় শ্যামল ছায়ায়
সমুদ্রের ফেনায়িত সুস্মিত প্রভাতে;
ফিরে আসবে ফের ওই  সুর্যাস্তাভায়
আপনার গৃহকোনে ক্লান্তি-হরা রাতে।
আমার হলো না আর গৃহ-সুখ-প্রেম,
অদৃষ্ট লিখন ভ্রষ্ট - এই জানিলেম।
--------------------------------------------


শব্দার্থ লিখে দেয়ার দৃষ্টতা দেখালাম। ভুল হলে ক্ষমা করেবন। ভালো থাকুন সবাই.........

চন্দ্রকান্তা = চাঁদ ন্যায় সুন্দর
বিস্তারিলে = বিস্তার লাভ করিল
অনুপ = উপমাহীন
প্রতীতি = বিশ্বাস
পোতাধ্যক্ষ = নাবিক ( এখানে প্রেমিক)
মেদিনী = পৃথিবী
চতুর্যুগ = চার যুগ ( হিন্দু মতে - সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি)
প্রিয়ঙ্গু = শ্যামলতা
অগ্নীশুদ্ধ = আগুনে পোড়া শুদ্ধ
মুদারা = সঙ্গীতের দ্বিতীয় স্বরগ্রাম
কিন্নর = দেবলোকের সুকণ্ঠ গায়ক
কুলাচার = কুল + আচার
অতনু = কাম
সুর্যাস্তাভা = সূর্য + অস্ত +আভা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জানবক্স খান ২৮/০৬/২০২০
    এমন কবিতা আজকাল কম দেখতে পাই।
    শব্দার্থ পাওয়ায় সুবিধা হলো।
  • অসাধারণ লেখনী
  • আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
    আমিতো কবিতা পড়তে পড়তে দাঁতের নড়াচড়া টের পাচ্ছিলাম ।
    ভাবছিলাম, আমাকে অভিধান নিয়ে বসতে হবে অর্থোদ্ধারের জন্যে ।
    যাক, ভালো লাগছে যে, শেষে শব্দগুলোর অর্থও দিয়ে দিয়েছেন ।

    সব অর্থ হুবহু বুঝতে না পারলেও দারুণ লাগছিল পড়তে । আর এখন অর্থ গুলিতে চোখ বুলানোর পর...কৃতজ্ঞতা জানাতেই হয় যে...

    আপনার লেখা পড়তে হবে ভালো বাংলা শেখার জন্যে ।

    অসাধারণ বললেও কম হবে ...লেখায় শ্রদ্ধা রইল, প্রিয় ব্লগার ।।
  • জহির রহমান ২৬/১০/২০১৩
    দারুন দারুন সব শব্দের চয়ন! অসম্ভব ভালো লেগেছে সনেটটি। হৃদয় ছুঁয়ে গেছে। শুভেচ্ছা কবিকে।
    • কবীর হুমায়ূন ২৭/১০/২০১৩
      ধন্যবাদ কবি।
      ভালো থেকো সব সময়।
      • জহির রহমান ২৭/১০/২০১৩
        দোয়া করবেন, যেন আপনার মতো করে কিছুটা হলেও লিখতে পারি। নিজকে ধন্য মনে করবো।
  • খুুব লিখেছে ন তা অবশ্যই বলতে হবে।অসম্ভব ভালো শব্দের ব্যবহার।তবে যা পড়া মাত্রই পাঠক হৃদয় ছুঁইয়ে যায় তাই আমি সার্থকতা মনে করি কবির।অন্তত আমার মতো নগন্য পাঠকের জন্য।ধন্যবাদ কবি।সত্যিই অপূর্ব আপনার কবিতা।শুভকামনা আপনার জন্য সবসময়।
    • কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩
      আমি সব সময়ই সরল শব্দের ব্যবহার করি কবিতায়। মাঝে মাঝে ছন্দ ও শব্দ নিয়ে কারিকুরি অর্থাৎ খেলা করতে ভালো লাগে। তখনই ব্যতিক্রমতার দিকে একটু হাত বাড়াই।
      পড়ার জন্য ধন্যবাদ। ভালো থেকো বন্ধু কবি।
      • খুবই ভালো লাগলো আপনার কথা।খুশি হলাম।সময় হলে আমার পাতায় আসার আমন্ত্রণ রইল।
        • কবীর হুমায়ূন ০১/১১/২০১৩
          সময় পেলেই আমি আমার বন্ধুদের পাতায় যাই। ভালো থেকো বন্ধু।
          • বুঝতে পারছিনা এখনো বন্ধু হতে পেরেছি কি?
  • চন্দ্রশেখর ২৬/১০/২০১৩
    সনেটে জমিয়ে দিয়েছ ভাই
    • কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩
      লেখার চেষ্টা করেছি মাত্র। কবি পাঠকদের মনে কতটুকু রেখাপাত করতে পারলো, তাতেই কবির সার্থকতা।
      ভালো থেকো কবি।
  • אולי כולנו טועים ২৬/১০/২০১৩
    অপরূপ কাব্যরূপ ll
    • কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩
      ধন্যবাদ কবি।
      এইবার একটু দৃষ্টতাই দেখালাম।
      ক্ষমা করে দিও।
      ভালো থেকো।
      • אולי כולנו טועים ২৬/১০/২০১৩
        তবে কিনা, এখন আধুনিক গদ্য কবিতার যুগ !!
        • কবীর হুমায়ূন ২৭/১০/২০১৩
          গদ্য কবিতায় হাত পাকে নি।
          তবে, অগদ্য (পদ্য) কবিতার আবেদন হ্রাস কি পেয়েছে।
          আর ছন্দ নিয়ে কাজ করতে আমার ভালো লাগে; আনন্দ পাই।
          ভালো থেকো সমুদ্র।
          • אולי כולנו טועים ২৭/১০/২০১৩
            আপনার গদ্য কবিতা আমি পড়েছি -
            অসাধারণ ;
            তাই চাইছি মাঝে মাঝে গদ্য কবিতাও নিয়ে আসুন, যদি সম্ভব হয়।
            ভালো থাকুন।
            • কবীর হুমায়ূন ২৭/১০/২০১৩
              মাথায় তোমার কথা ঢুঁকিয়ে রাখলাম। যদি প্রকৃতি আমার প্রতি সদয় হয়, তোমার ইচ্ছাকে সার্থক করার জন্য চেষ্টা করবো বন্ধু। ভালো থেকো।
 
Quantcast