চন্দ্রকান্তা
চন্দ্রকান্তা ! বিস্তারিলে অনুপ প্রতীতি,
নিরুদ্দেশ পোতাধ্যক্ষ লভিনু মেদিনী;
নিরীশ্বর চেতনায় স্বর্ণোজ্জ্বল স্মৃতি
আঁকড়িলে চতুর্যুগ প্রিয়ঙ্গু চন্দনী।
অগ্নীশুদ্ধ রসোত্তম মুদারা প্রকাশী
কিন্নরের মরুদ্বীপ লভিলে একাকী;
কুলাচার বিসর্জনে জেনেছি প্রেয়শী
অতনুর বিষধারা বিলায়েছে সাকী।
হরিয়াল উড়ে যায় শ্যামল ছায়ায়
সমুদ্রের ফেনায়িত সুস্মিত প্রভাতে;
ফিরে আসবে ফের ওই সুর্যাস্তাভায়
আপনার গৃহকোনে ক্লান্তি-হরা রাতে।
আমার হলো না আর গৃহ-সুখ-প্রেম,
অদৃষ্ট লিখন ভ্রষ্ট - এই জানিলেম।
--------------------------------------------
শব্দার্থ লিখে দেয়ার দৃষ্টতা দেখালাম। ভুল হলে ক্ষমা করেবন। ভালো থাকুন সবাই.........
চন্দ্রকান্তা = চাঁদ ন্যায় সুন্দর
বিস্তারিলে = বিস্তার লাভ করিল
অনুপ = উপমাহীন
প্রতীতি = বিশ্বাস
পোতাধ্যক্ষ = নাবিক ( এখানে প্রেমিক)
মেদিনী = পৃথিবী
চতুর্যুগ = চার যুগ ( হিন্দু মতে - সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি)
প্রিয়ঙ্গু = শ্যামলতা
অগ্নীশুদ্ধ = আগুনে পোড়া শুদ্ধ
মুদারা = সঙ্গীতের দ্বিতীয় স্বরগ্রাম
কিন্নর = দেবলোকের সুকণ্ঠ গায়ক
কুলাচার = কুল + আচার
অতনু = কাম
সুর্যাস্তাভা = সূর্য + অস্ত +আভা।
নিরুদ্দেশ পোতাধ্যক্ষ লভিনু মেদিনী;
নিরীশ্বর চেতনায় স্বর্ণোজ্জ্বল স্মৃতি
আঁকড়িলে চতুর্যুগ প্রিয়ঙ্গু চন্দনী।
অগ্নীশুদ্ধ রসোত্তম মুদারা প্রকাশী
কিন্নরের মরুদ্বীপ লভিলে একাকী;
কুলাচার বিসর্জনে জেনেছি প্রেয়শী
অতনুর বিষধারা বিলায়েছে সাকী।
হরিয়াল উড়ে যায় শ্যামল ছায়ায়
সমুদ্রের ফেনায়িত সুস্মিত প্রভাতে;
ফিরে আসবে ফের ওই সুর্যাস্তাভায়
আপনার গৃহকোনে ক্লান্তি-হরা রাতে।
আমার হলো না আর গৃহ-সুখ-প্রেম,
অদৃষ্ট লিখন ভ্রষ্ট - এই জানিলেম।
--------------------------------------------
শব্দার্থ লিখে দেয়ার দৃষ্টতা দেখালাম। ভুল হলে ক্ষমা করেবন। ভালো থাকুন সবাই.........
চন্দ্রকান্তা = চাঁদ ন্যায় সুন্দর
বিস্তারিলে = বিস্তার লাভ করিল
অনুপ = উপমাহীন
প্রতীতি = বিশ্বাস
পোতাধ্যক্ষ = নাবিক ( এখানে প্রেমিক)
মেদিনী = পৃথিবী
চতুর্যুগ = চার যুগ ( হিন্দু মতে - সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি)
প্রিয়ঙ্গু = শ্যামলতা
অগ্নীশুদ্ধ = আগুনে পোড়া শুদ্ধ
মুদারা = সঙ্গীতের দ্বিতীয় স্বরগ্রাম
কিন্নর = দেবলোকের সুকণ্ঠ গায়ক
কুলাচার = কুল + আচার
অতনু = কাম
সুর্যাস্তাভা = সূর্য + অস্ত +আভা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জানবক্স খান ২৮/০৬/২০২০
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৫/০৫/২০২০অসাধারণ লেখনী
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩আমিতো কবিতা পড়তে পড়তে দাঁতের নড়াচড়া টের পাচ্ছিলাম ।
ভাবছিলাম, আমাকে অভিধান নিয়ে বসতে হবে অর্থোদ্ধারের জন্যে ।
যাক, ভালো লাগছে যে, শেষে শব্দগুলোর অর্থও দিয়ে দিয়েছেন ।
সব অর্থ হুবহু বুঝতে না পারলেও দারুণ লাগছিল পড়তে । আর এখন অর্থ গুলিতে চোখ বুলানোর পর...কৃতজ্ঞতা জানাতেই হয় যে...
আপনার লেখা পড়তে হবে ভালো বাংলা শেখার জন্যে ।
অসাধারণ বললেও কম হবে ...লেখায় শ্রদ্ধা রইল, প্রিয় ব্লগার ।। -
জহির রহমান ২৬/১০/২০১৩দারুন দারুন সব শব্দের চয়ন! অসম্ভব ভালো লেগেছে সনেটটি। হৃদয় ছুঁয়ে গেছে। শুভেচ্ছা কবিকে।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩খুুব লিখেছে ন তা অবশ্যই বলতে হবে।অসম্ভব ভালো শব্দের ব্যবহার।তবে যা পড়া মাত্রই পাঠক হৃদয় ছুঁইয়ে যায় তাই আমি সার্থকতা মনে করি কবির।অন্তত আমার মতো নগন্য পাঠকের জন্য।ধন্যবাদ কবি।সত্যিই অপূর্ব আপনার কবিতা।শুভকামনা আপনার জন্য সবসময়।
-
চন্দ্রশেখর ২৬/১০/২০১৩সনেটে জমিয়ে দিয়েছ ভাই
-
אולי כולנו טועים ২৬/১০/২০১৩অপরূপ কাব্যরূপ ll
শব্দার্থ পাওয়ায় সুবিধা হলো।