মেয়ে
মেয়ে তুমি কি? বলোতো আমায়;
কোথায় আছো তুমি?
শত ফুলের মাঝে
খুজেছি মৌমাছি হয়ে,
হাজারো বাগানের গন্ডি পেরিয়েছি
মালি হয়ে,
মরু পাড়ি দিয়েছি
উঠ হয়ে,
জলের উপরে ভেসেছি
কচুরিপানা হয়ে,
গভীর জঙ্গলের গহীনে হেঁটেছি
বন্য হয়ে,
নদীর ওপারে তাকিয়েছি
শকুন হয়ে,
মেঘের উপরে ভেসেছি
হাওয়া হয়ে,
চাঁদের দেশে ঘুরেছি
আলো হয়ে,
সূর্য্যরে কঠিন তাপ সহ্য করে খুঁজেছি
শিলা হয়ে,
তবুও কেন খুঁজে পাইনি
মেয়ে তোমাকে?
মেয়ে তুমি কি? বলতো আমায়
কোথায় আছো তুমি?
কোথায় আছো তুমি?
শত ফুলের মাঝে
খুজেছি মৌমাছি হয়ে,
হাজারো বাগানের গন্ডি পেরিয়েছি
মালি হয়ে,
মরু পাড়ি দিয়েছি
উঠ হয়ে,
জলের উপরে ভেসেছি
কচুরিপানা হয়ে,
গভীর জঙ্গলের গহীনে হেঁটেছি
বন্য হয়ে,
নদীর ওপারে তাকিয়েছি
শকুন হয়ে,
মেঘের উপরে ভেসেছি
হাওয়া হয়ে,
চাঁদের দেশে ঘুরেছি
আলো হয়ে,
সূর্য্যরে কঠিন তাপ সহ্য করে খুঁজেছি
শিলা হয়ে,
তবুও কেন খুঁজে পাইনি
মেয়ে তোমাকে?
মেয়ে তুমি কি? বলতো আমায়
কোথায় আছো তুমি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪অনেক ভালো লাগলো।
-
আহমদ বিন নুরুল ইসলাম ০৫/০৫/২০১৪সত্যিই মেয়ে যে কী, সেটা এক বড় রহস্য ।
-
মুনিরুল্লাহ রাইয়ান ০২/০৫/২০১৪ভালো লাগা রেখে গেলাম
-
এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪আপ্নার প্রথম কবিতা খুব ভাল লাগ্লো কবি
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ৩০/০৪/২০১৪চমৎকার লেখা।
-
জোছনা ভেজা মন ২৯/০৪/২০১৪ভালো লেগেছে।
-
এস,বি, (পিটুল) ২৮/০৪/২০১৪onik sundor hoyasa
-
পল্লব ২৮/০৪/২০১৪মেয়েটিকে যখন খুঁজে পাবেন, তখন দেখবেন পাওয়ার মাঝেও না পাওয়ার এক অদ্ভুত খেলা আকর্ষনটা ধরেই রাখে সবসময়...