যৌবনের অনুশুচনা
যৌবন আমার খনিক জোয়ার
সকাল বিকেল আসে
জানিনে .....
কার নারিত্বে কোথায় হারিয়ে শেষে
জড়ায় আমার সর্বনাশে ।
ভাবছি শিকল দিয়ে বাধবো তারে
রাখবো চৌদ্দ শিকে পুরে
কেন সে এত বেতাল মাতাল
কেন সে এত নারী ভবঘুরে ।
বোজাই তারে কেন বোজেনা
কেন এত অবুজ পিচাশ
কেন তোর এত কামনা বাসনা
কেন খনিক ভোগে আমায় হাপিয়ে
শরীরটাকে কেন করিস সর্বনাশ?
ভাল হয়ে যা সময় আছে
ক্ষণিক ভবের পরে
না বুজলে শেষ বিচারে
আজাব পাবি তার তরে
-----সংক্ষিপিত
সকাল বিকেল আসে
জানিনে .....
কার নারিত্বে কোথায় হারিয়ে শেষে
জড়ায় আমার সর্বনাশে ।
ভাবছি শিকল দিয়ে বাধবো তারে
রাখবো চৌদ্দ শিকে পুরে
কেন সে এত বেতাল মাতাল
কেন সে এত নারী ভবঘুরে ।
বোজাই তারে কেন বোজেনা
কেন এত অবুজ পিচাশ
কেন তোর এত কামনা বাসনা
কেন খনিক ভোগে আমায় হাপিয়ে
শরীরটাকে কেন করিস সর্বনাশ?
ভাল হয়ে যা সময় আছে
ক্ষণিক ভবের পরে
না বুজলে শেষ বিচারে
আজাব পাবি তার তরে
-----সংক্ষিপিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ চৌধুরী সানী ০১/০১/২০১৭চলতে চলতে নিজের উচ্ছ্বল অতীতকে দেখতে পেয়ে মানুষ কি থমকে যায়?নাকি ছুটে চলে ভবিষ্যতের স্বপ্নকে সাথী করে?মাঝখান থেকে কি ঢাকা পড়ে যায় বর্তমান,সময়ের আবর্তে?
-
মোঃ অালীউল আজিম ১৫/১০/২০১৬সুন্দর প্রকাশ
-
রাবেয়া মৌসুমী ১৫/১০/২০১৬বুঝবে তবে বোঝানোর মতো বুঝাতে হবে ,
-
সোলাইমান ১৫/১০/২০১৬অনেক সুন্দর হয়েছে কবি।