www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোরাবালির ভালবাসা

কাব্য নিপাতনে সন্ধি আমার
অন্ধের যষ্ঠি;
অবয়ব আবেগে করে যাই -
অর্থহীন সন্ধিহান কাব্যের সৃষ্টি।

যার তরে হৃদয় তন্ত্রে
"মহা যত্নে "
গঠন করেছি -
নান্দনিক ছন্দ চয়ন মালা ,
সে যে হৃদয় খনন করে
অহেতুক ভালোবাসা জাগালো
উঁচু করে প্রেমো জ্বালা ।

যার তরে -
মনহীন পিঞ্জোর সাজাইলাম;
রোজ সুভাষিত ফুল বাগিচায়,
সে তো হায় খণ্ডহীন মনকে ;
দ্বিখণ্ডিত করে গেলো-
লুকায়িত চোরাবালিতে ফেলে ;
সোতো আজ ও --
আমায় প্রতিনিয়ত কাঁদায় ।

সে কেন হায়-
হৃদয় খনন করে,
ভালোবাসি বলে জাগালো আমায় ;
বুকটা করে দূরু দূরু
হৃদয়ে বেড়ে ওঠে ভিতু শিহরণ ,
সে কেন হায় ভালোবাসি বলে;
কষ্ট দিয়ে গেল আজীবন ।

16-06-16
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতা পরে তৃপ্ত আমি ।। ভাল থাকবেন এই কামনা ।।
  • রাবেয়া মৌসুমী ০৮/১০/২০১৬
    সুন্দর।
  • ভালো
  • রোজারিও ০৮/১০/২০১৬
    ? কিচ্ছু বুঝিনাই!
  • সজীব ০৮/১০/২০১৬
    সুন্দর লিখেছেন
  • অঙ্কুর মজুমদার ০৭/১০/২০১৬
    grin
 
Quantcast