www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষণ্বতার •বালিকা•

বালিকা,
স্বপ্ন ভেঙে বাস্তবতায় ফেরা যায়,
কিন্তু মন ভেঙে ভালোবাসায় স্বপ্ন বুনা যায় না।

বালিকা ;
কষ্ট নিয়ে চোখে জল ফেলা যায়,
কিন্তু জল ফেলে আর ;
কষ্ট কে সব ভোলা যায় না।

বালিকা;
মন কে ভেঙ্গে পাষাণ করা যায়,
কিন্তু পাষাণ মনে দ্বিতীয় বার
সহজে বিশ্বাস বুনা সহজ না।

বালিকা;
বিশ্বাষ ভেঙ্গে -
বিশ্বাস ঘাতকতার অভিনয় করা সহজ,
কিন্তু কাঁচের মত ঠুঁঙ্কো মনে;
সুখের অভিনয় সহজ নয় ।

বালিকা;
স্মৃতীর আঙ্গীনায় সহজে সুখ খুজে পাওয়া যায়,
কিন্তু স্মৃতীতে জমে থাকা বিষণ্বতাকে
আর সহজে ভুলা যায় না।

বালিকা;
খেয়ালে বেখেয়ালী হয়ে
সুখের রাজ্যের রাজা হওয়া যায়,
কিন্তু বাস্তবতা বড়ই কঠিন
বাস্তবে সহজে সুখে রাজ্য খুঁজে পাওয়া যায় না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিষণ্ব নয় বিষণ্ণ। তাছাড়া ভালো।
  • অঙ্কুর মজুমদার ০৭/১০/২০১৬
    nice :D
 
Quantcast