www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বঙ্গ বীর হে ••মুজিব••

বঙ্গ বীর হে " মুজিব "
--রবিউল ইসলাম রাব্বি

শুধু আগষ্ট আসলেই স্মরণ করতে চাইনা -হে "মুজিব"
তুমি তো মিশে আছ প্রতি বাঙালীর শিরা উপশীরায়,
জীবত আছ প্রতি বজ্র ন্যায়ের কণ্ঠে
তুমি তো রুখে দাড়িয়ে আছ
সকল অন্যায়ের অন্তরায় ।

তুমি তো সতেজ আছ
প্রতি চঞ্চল যুবকের মুষ্ঠিময় বাহুতে
তুমি তো আবহমান হয়েছে এখনো
পদ্মা মেঘনা যমুনার দক্ষিনা স্রোতে ।

তোমার প্রতিবাদি কণ্ঠস্বর এখনো মিশে আছে ;
বাংলার আকাশ বাতাস দশ দিগন্তে,
তুমি তো ছেয়ে থাক
সকালের প্রথম লাল রবিতে,
তুমি তো স্বাধীন বাংলাকে সারাদিন আলোকিত করে;
অস্ত যাও সন্ধার রঙধনুময় প্রাতে ।

তুমি তো বারবার জন্ম নাও
নব বধূর কোল জুড়ে,
তুমি তো কত শত খোকা সাঁজো
বাংলা মায়ের ঘরে ঘরে ।

তুমি তো অগনীত বাঙালীর দেখানো সাহসী সু-পথ
তুমি তো দামাল তরুণ কালামানিকের
দুঃষ্প্রাপ্য জয় রথ ।

তুমি তো জানোনা - হে "মুজিব",
তোমার দ্বীন দরদি স্নেহ ভালবাসা পেতে
এখনো শিশুরূপ কেঁদে ওঠে-
দূর্নীতিগ্রস্থ বাংলার প্রতি প্রান্তর,
প্রতি হিংষার ভারে-
মরমর শব্দে পদ্মা মেঘনা যমুনার দু-পার ভাঙে;
রেগে ফেঁপে ফুলে উঠে অবেলাতে নদীর বুকে চর ।

তোমার তো অজানা -হে মুজিব,
শোষিত অন্যায়ের তরে
তোমার মত অদ্বিতীয় নেতার অভাবে
ঢুকরে কাঁদছে বাংলা স্বতী মায়ের অন্তর।

তুমি তো জানো না- হে "মুজিব",
স্বাধীন বাংলার গণতন্ত্র এখন স্বৈরাচারী তন্ত্র,
যুদ্ধজয়ী  বঙ্গ এখন পৈশাষিক রাজনীতির মন্ত্র।

22-09-16
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রোজারিও ০৭/১০/২০১৬
    শেখ হাসিনা- শেখ মুজিবকে আজকের আওয়ামীলীগ তাদের একচ্ছিত্র অধিকার করে জনগন থেকে দূরে সরে গেছে ।মুজিব বাংলাদেশের গৌরব ,বিশ্বের সম্পদ ।শেখ হাসিনা তাকে কুক্ষিগত করে রেখেছে ।
  • অঙ্কুর মজুমদার ০৭/১০/২০১৬
    vlo...
 
Quantcast