www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিচার চাই

অনেক গুলো আরজী নিয়ে এসেছি;
"বিচার চাই",
প্রথমটা নারী "লাঞ্চনার"!!
আজ দেশের যেদিকে তাকাই,শুনি;
স্বাধীন বাংলাতে ফের নাকি নারী লাঞ্চিত;
ফের নাকি ন্যায্য অধিকার হতে-
নারীরাই বঞ্চিত।

নারীরা মায়ের জাত,
আমি সইতে পারিনা তাদের চোখের জলের আর্তনাথ।
তাই সকল মায়ের তরে;
প্রথম বিচারটা হোক নারী "লাঞ্চনার",
কে আছিস সুষ্ঠু বিচার করে দিবি ?
আমি এই "অভাগার" ।

"বিচার চাই";
দ্বিতীয়টা নারী "নির্যাতনের";
বীর বাঙালীর দেশে, যুদ্ধ জয়ে হেসে;
চোখে জল দেখলেই বুকে বিশাক্ত তীর বিধে-মমতাময়ী নির্যাতিত মা-বোনের।
তাই বিচার পেতে,প্রতিরোধক কলমে;
আমার এই গলা ফাঁটা চিৎকার,
কে আছিস সুষ্ঠ বিচার করে দিবি ?
আমার এই "অভাগার"।

অনেকগুলো আরজী নিয়ে এসেছি;
"বিচার চাই"
তৃতীয়টা "লালশাময়" বাঁকা লাল চোখের,
যে চোখের নিশানা হয় নারীরাই ;
যে চোখের আজীবন লোভনীয় অতৃপ্তি নারী ভোগের ।
এসব জানোয়ারদের বিরুদ্ধে নেই কেউ বলার ,
তাই নারীদের হয়ে সুষ্ঠু বিচার চাইতে এসেছি;
কে আছিস সুষ্ঠু বিচার করে দিবি ?
আমি এই "অভাগার"।

"বিচার চাই",
চতুর্থটা "বাল্যবিবাহের" ও "যৌতক প্রথার",
যেথায় শিকার হয় নারীর পরিবার ও
নারীরাই বারবার ।
যেথা লক্ষাধীক টাকা কড়ি দিয়ে আর স্বর্ণ ভরি ভরি;
গড়ে দিতে নারীদের সুখের সংসার ,
অনেক সহেছি এসব অন্যার অবিচার।
তাই আর "না"- "বিচার চাই"
কে সঙ্গ দিয়ে সঙ্গী হবি ?
বিচার নিতে আমি এই "অভাগার"।

"বিচার চাই"
আজকের শেষ আরজী
শেষ বিচারটা বিবেকহীন সকল বিকৃত মস্তিস্কের তরে,
যাদের জন্ম হয় এই নারী "মায়ের" কোল জুড়ে,
রক্ত চোষা পরজীবি হয়ে লোভি মনে-
যারা নারীদের অবলা ভাবে;
পুরুষত্বের বড়াই করে য়ারা অজান্তেই কাপুরুষতা করে।
আর অবশেষে-
কাপুষতার কবল থেকে লক্ষ্য এখন দেশটাকে বাঁচাবার,
কে আছিস সুষ্ঠু বিচার পেতে বিপ্লবী হবি ?
আমার এই "অভাগার "।

24-09-16
নারায়নগঞ্জ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইফ রুদাদ ১৪/১০/২০১৬
    বিড়াল টা কে মারতে হবে কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
  • ঠিক বলেছেন। ভালো লেখেছেন।
  • বিচার চাই আপনার সাথে একমত হয়ে।
  • রাবেয়া মৌসুমী ১২/১০/২০১৬
    আমি আছি আপনার সঙ্গে ।
 
Quantcast