চাইলে হয়তো তুমি অনেক কিছুই করতে পার আবার চাইলেও সব কিছুই পারনা। কারণ তুমি একটা মেয়ে।
তুমি দেখতে যথেষ্ট সুন্দর, সুশ্রী, সুনিপুন।
তাই হয়তো অনেকেই ট্রাই করবে তোমাকে নিজের সীমানায় আনার জন্যে।
অনেক ভালো ভালো- মিষ্টি মিষ্টি কথা বলবে তোমার মন জয় করার জন্য।
অনেক সুখের স্বপ্নও দেখাবে তোমাকে।
সয়ং ভালোবাসার দূত হয়ে তোমার মনের দরজায় উঁকি মারবে সকাল বিকেল সন্ধ্যায়।
দিনের বেশির ভাগ সময়টা তোমাকে দেবে।
ভালো কোন গিফট্ দিয়ে তোমাকে চমকিয়েও দিতে পারে।
ঠিক সেই মহূর্তে তোমার মনে হতেও পারে যে পৃথিবীটা হয়তোবা তোমার হাতের মুঠোয়, তুমিই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি।
তাই তুমিও হয়তো মনে মনে ভাবতে শুরু করবে তার সাথে তোমার মনবদল করে নেওয়ার কথা।
কিন্তু সাবধান!
এসবের দিকে ভুলকরেও তাকাবানা।
কারণ, এক মহূর্তের সুখ নয়, বরং তোমাকে সারা জীবনের জন্য সুখী হতে হবে।
ক্ষনিকের ভালো থাকা নয় বরং তোমাকে অন্য একটা মানুষকে নিয়ে, তার পরিবার পরিজনকে নিয়ে পুরোটা জীবন ভালো থাকতে হবে।
তুমি যতই স্বাধীন হওনা কেন তবুও তোমার প্রতিটা পদক্ষেপ এক একটা Exam ।
সামনে যেমন তোমাকে পথ দেখে চলতে হবে ঠিক পেছনটাও তোমার হতে হবে পরিস্কার।
চাইলে হয়তো তুমি অনেক কিছুই করতে পার আবার চাইলেও সব কিছুই পারনা।
কারণ, তুমি একটা মেয়ে।
তাই হয়তো অনেকেই ট্রাই করবে তোমাকে নিজের সীমানায় আনার জন্যে।
অনেক ভালো ভালো- মিষ্টি মিষ্টি কথা বলবে তোমার মন জয় করার জন্য।
অনেক সুখের স্বপ্নও দেখাবে তোমাকে।
সয়ং ভালোবাসার দূত হয়ে তোমার মনের দরজায় উঁকি মারবে সকাল বিকেল সন্ধ্যায়।
দিনের বেশির ভাগ সময়টা তোমাকে দেবে।
ভালো কোন গিফট্ দিয়ে তোমাকে চমকিয়েও দিতে পারে।
ঠিক সেই মহূর্তে তোমার মনে হতেও পারে যে পৃথিবীটা হয়তোবা তোমার হাতের মুঠোয়, তুমিই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি।
তাই তুমিও হয়তো মনে মনে ভাবতে শুরু করবে তার সাথে তোমার মনবদল করে নেওয়ার কথা।
কিন্তু সাবধান!
এসবের দিকে ভুলকরেও তাকাবানা।
কারণ, এক মহূর্তের সুখ নয়, বরং তোমাকে সারা জীবনের জন্য সুখী হতে হবে।
ক্ষনিকের ভালো থাকা নয় বরং তোমাকে অন্য একটা মানুষকে নিয়ে, তার পরিবার পরিজনকে নিয়ে পুরোটা জীবন ভালো থাকতে হবে।
তুমি যতই স্বাধীন হওনা কেন তবুও তোমার প্রতিটা পদক্ষেপ এক একটা Exam ।
সামনে যেমন তোমাকে পথ দেখে চলতে হবে ঠিক পেছনটাও তোমার হতে হবে পরিস্কার।
চাইলে হয়তো তুমি অনেক কিছুই করতে পার আবার চাইলেও সব কিছুই পারনা।
কারণ, তুমি একটা মেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ১০/০২/২০১৬#ধ্রুবর সাথে সহমত
-
ধ্রুব রাসেল ১০/০২/২০১৬ভাল লিখেছেন। তবে কিছু বানানে শুদ্ধতা হয়নি। বানানের ক্ষেত্রে সচেতন হন।