অনুভবে তুমি।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে
গাছের পাতা বেয়ে টপ টপ করে ঝরছে বৃষ্টির ফোঁটা
আহ্, কি দারুণ এক অনুভূতি এই বৃষ্টিতে!
চোখ বন্ধ করতেই ভেসে আসছে তোমার নিখূঁত সারল্য মুখ
অনুভবে তোমার নির্মল শীতল ছোয়া
হৃদে উপচে উঠা ভালোবাসার ঢেউ
আর নিঃশ্বাসে তোমার সান্নিধ্যের ঘ্রাণ
বড্ড অভাব অনুভব করছি তোমার এই বৃষ্টিতে
মনে হচ্ছে হৃদয় অভ্যন্তরের কথাগুলো নির্দ্বিধায় জানিয়ে দেই পৃথিবীকে তীব্র চিৎকারে
শতস্ফুর্ত কন্ঠে বলি ভালোবাসি, ভালোবাসি
শুধুই ভালোবাসি।
.
কিন্তু কি'বা আসে যায় তাতে,
তুমি কি আমায় ভালোবাসবে?
গাছের পাতা বেয়ে টপ টপ করে ঝরছে বৃষ্টির ফোঁটা
আহ্, কি দারুণ এক অনুভূতি এই বৃষ্টিতে!
চোখ বন্ধ করতেই ভেসে আসছে তোমার নিখূঁত সারল্য মুখ
অনুভবে তোমার নির্মল শীতল ছোয়া
হৃদে উপচে উঠা ভালোবাসার ঢেউ
আর নিঃশ্বাসে তোমার সান্নিধ্যের ঘ্রাণ
বড্ড অভাব অনুভব করছি তোমার এই বৃষ্টিতে
মনে হচ্ছে হৃদয় অভ্যন্তরের কথাগুলো নির্দ্বিধায় জানিয়ে দেই পৃথিবীকে তীব্র চিৎকারে
শতস্ফুর্ত কন্ঠে বলি ভালোবাসি, ভালোবাসি
শুধুই ভালোবাসি।
.
কিন্তু কি'বা আসে যায় তাতে,
তুমি কি আমায় ভালোবাসবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Ashik Hossain Rone ১২/১০/২০১৫চমৎকার লিখেছেন, মন ছুঁয়ে গেল
-
ঋজু কবি ১২/১০/২০১৫অনবদ্য লেখনী ।
-
মাহফুজুর রহমান ১২/১০/২০১৫পড়ুন , পড়ুন এবং পড়ুন তার পর এক লাইন / দুই লাইন লিখুন , আবার
পড়ুন , পড়ুন এবং পড়ুন তার পর এক লাইন / দুই লাইন লিখুন
লেখায় মজা আছে , কারণ স্রষ্টা মাত্রই সৃষ্টিতে আনন্দ পান । তাই আনন্দ অর্জনের আগে বেদনার পথ পারি দিতে হয় । -
পরশ ১২/১০/২০১৫অসাধারন
-
বিকাশ দাস ১২/১০/২০১৫ভালো লাগলো। লিখতে থাকুন।