মৃত্যু।
মরতে চাইনা আমি
তবুও আর বার মৃত্যুর গন্ধ পাই!
পথ রুদ্ধ- নেই উপায়!
বাঁচার তরে কতইনা স্বপ্ন দেখি রোজ
কত করি নতুন পথের খোঁজ
নাই, পালাবার পথ নাই
ফুরালেই সময় আসিবে মরন
-জীবনের দরজায়!
তবুও আর বার মৃত্যুর গন্ধ পাই!
পথ রুদ্ধ- নেই উপায়!
বাঁচার তরে কতইনা স্বপ্ন দেখি রোজ
কত করি নতুন পথের খোঁজ
নাই, পালাবার পথ নাই
ফুরালেই সময় আসিবে মরন
-জীবনের দরজায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ০৯/১০/২০১৫"মৃত্যু জীবনের শেষ সার আবিষ্কার আর শিব নীল কন্ঠ " , যত বেঁচে আছি , ততদিন জানব বাঁচব। সারা জীবন মৃত্যু ভয়ে দিন কাটাব কেন ?
-
রাশেদ খাঁন ০৯/১০/২০১৫ভালো লাগলো
-
শমসের শেখ ০৯/১০/২০১৫কবি দারুন লিখেছেন
-
মোবারক হোসেন ০৯/১০/২০১৫ওটায় সত্য। ভাল লাগলো পড়ে ২য় লাই েবানানটা
একটু দেখে নিবেন।ধন্যবাদ।