অভিমান। (অনুকাব্য)
ছেলেটি আর মেয়েটি
অভিমানে কিছুটা দূরত্বে একাকীত্বে কিছুক্ষন।
এরপর দুজন দুজনার পাশ ফিরে তাকানো
ধীরে ধীরে কাছে আসা
মুচকি হেসে চোখে চোখ রাখা
অতঃপর,
পুনরায় কথার সমূদ্রে হারিয়ে যাওয়া।
অভিমানে কিছুটা দূরত্বে একাকীত্বে কিছুক্ষন।
এরপর দুজন দুজনার পাশ ফিরে তাকানো
ধীরে ধীরে কাছে আসা
মুচকি হেসে চোখে চোখ রাখা
অতঃপর,
পুনরায় কথার সমূদ্রে হারিয়ে যাওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিকাশ দাস ১০/১০/২০১৫বা! ভালো লাগলো।
-
সুহেল ইবনে ইসহাক ০৭/১০/২০১৫Bhalo laglo pore
-
আহমাদ আবদুল কাইয়ুম ০৭/১০/২০১৫লেখাটা পড়ে মজা পেলাম
-
বিজয় রায় ০৭/১০/২০১৫Wow!! অসাধারণ
-
ঋজু কবি ০৭/১০/২০১৫বেশ সুন্দর ভাবনা ।
-
রইস উদ্দিন খান আকাশ ০৬/১০/২০১৫অারও ভাল কিছু চাই কবি
-
তরীকুল ইসলাম সৈকত ০৫/১০/২০১৫দারুন!!
-
ফয়সাল শাহ ০৫/১০/২০১৫Nice
-
রুহুল আমীন দুর্জয় ০৫/১০/২০১৫nice poem