আত্মকথন।
ফেলে আসা দিনগুলির স্মৃতিচারণ করতে চাইনা আর
তাই প্রতিনিত্য করি নতুন পথের খোঁজ
তবুও সম্মুখেই থমকে দাঁড়ায় পেছন ফেলা স্মৃতিগুলি রোজ।
আমিও শক্ত জবাব দেই তাঁর
নিজেকে বোঝাই বারবার
তবুও করে পথরোধ!
তাতে কি?
কিসের'বা ভয়?
হারানোর ছিল যা তাতো হারিয়েছিই,
নতুন করে আর নেই কিছু হারাবার!!
তাই প্রতিনিত্য করি নতুন পথের খোঁজ
তবুও সম্মুখেই থমকে দাঁড়ায় পেছন ফেলা স্মৃতিগুলি রোজ।
আমিও শক্ত জবাব দেই তাঁর
নিজেকে বোঝাই বারবার
তবুও করে পথরোধ!
তাতে কি?
কিসের'বা ভয়?
হারানোর ছিল যা তাতো হারিয়েছিই,
নতুন করে আর নেই কিছু হারাবার!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঋজু কবি ০৪/১১/২০১৫খুব সুন্দর কবিতাখানা ।