www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমস্যা ও তার সমাধান বিষয়ক

আমরা সাধারনত কোন একটা বিপদ কিংবা সমস্যার সম্মুখীন হলে ঘাবড়ে যাই বা খুব অল্প সল্প সময়ে তা সমাধানে তৎপর হয়ে উঠি।
একটিবারের জন্য ভেবেও দেখিনা এর পরপর্তী রূপটা কি বা সামনে কি হতে যাচ্ছে।
এক্ষেত্রে সমস্যার সমাধান তো পুরোপুরি হয়ই'না বরং আরোকিছু বাড়তি সমস্যার মুখোমুখি হতে হয়।
সমস্যটি আরো দৃঢ় ও বড় হয়ে দাঁড়ায়।
ঠিক তখন পড়তে হয় মহা মুশকিলে।
এখানে দ্রুত সমাধানের কথা না ভেবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে হয়তো শুরুতেই যে সমস্যাটি হয়েছিল তার সঠিক ও সুস্থ সমাধান করা যেত।
এককথায় তাড়াহুড়ো বা চটজলদি করে কোন সমস্যার সঠিক সমাধান করা যায়না।
সমস্যার সঠিক ও সুস্থ সমাধানের জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনার সঠিক বাস্তবায়ন।
আর তার জন্য প্রয়োজন পর্যাপ্ত সময়, সুস্থ মনোবল ও মানুষিকতার।
এজন্য বিপদ কিংবা কোন সমস্যার সম্মুখীন হলে না ঘাবড়িয়ে ঠান্ডা মাথায় ভালোভাবে ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

মনে রাখবেন, "একটা সমস্যা সমাধান করার অর্থ আরেকটা সমস্যার সৃষ্টি করা নয়।
বরং পাশবর্তী সকল সমস্যার পথ বন্ধ করে দেওয়া।"
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১২২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast