চোখ। (অনুকবিতা)
জানিনা কতটা গভীরে তার তল
তাতে কতটুকুই'বা আছে জল
বুকজুরে কতটা বিষাদ যন্ত্রনা তাঁর
শুধু জানি কেঁদে কেঁদে এক জীবন করল পার!
তাতে কতটুকুই'বা আছে জল
বুকজুরে কতটা বিষাদ যন্ত্রনা তাঁর
শুধু জানি কেঁদে কেঁদে এক জীবন করল পার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন দুর্জয় ০৫/১০/২০১৫wow
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৪/১০/২০১৫ধন্যবাদ
-
নাবিক ০৩/১০/২০১৫darun
-
এইচ আই হাবীব ০৩/১০/২০১৫হুম , সুন্দর !
-
নূরুজ্জামান নাঈম ০৩/১০/২০১৫সুন্দর হয়েছে আপনার অনুকাব্য।
-
সাব্বির আহমেদ ফুরকান ০২/১০/২০১৫Sundor
-
আফরান মোল্লা ০২/১০/২০১৫আহা!সেই দুটি চোখ!