চিঠি ৭
ফেরী,
গেল রাতে আমি জ্যোৎস্না দেখে ভয় পেয়েছি ভীষণ।
ফ্যাকাসে জ্যোৎস্না ছিল কাল রাতে, অপার্থিব আলো।
অথচ কাল ছিল ভরা পূর্ণিমা।উজ্জ্বল আলোয় ভেসে
যাওয়ার কথা কাল সারা পৃথিবীর, আর তা না হয়ে
হল উল্টো।ফ্যাকাসে জ্যোৎস্না আমাকে ভয় দেখাল।
ঐ অপার্থিব জ্যোৎস্নায় আমাকে দেখে ভয় পেয়েছিল
দুটো শিয়াল।কোত্থেকে যেন এসে সামনে পড়তেই
আমাকে দেখে লেজ গুঁটিয়ে পালাল।যেন সামনে
পড়েছে দশাসই কুকুর।অথচ আমি কুকুর নই, মানুষ।
আমি খনিকের জন্য আমার ভেতরের ভয়ের কথা
ভুলে গিয়েছিলাম,অবাক হয়ে আমি পলায়ন রত
শিয়াল গুলোর দিকে তাকিয়ে ছিলাম।শেষ পর্যন্ত
আমাকে সমিহ করেছে দুটো শেয়াল.
আমি তো বেশি কিছু চাইনি, চেয়েছিলাম অবসরের
সঙ্গি,একটু ভালোবাসা, সামান্য স্নেহ, গোপনে হয়তো
মনের ভেতর ছিল কাম,প্রকাশ্যে নয়।এই টুকুর বিনিময়ে
আমি ছেড়ে ছিলাম পেছনের সব টুকুই।এমনকি প্রিয় জ্যোৎস্না
টুকুও নির্দ্বিধায় কুয়াশার চাদরে ঢেকে দিয়েছি।পুরুষের
বিপরীতে নারীই থাকবে,সম্মিলনে সুখি।এখানে
আমার বিপরীতে শেয়াল,পলায়ন রত,কি জানি কি ভেবে!?
ভালো থাকিস।
তোর কাব্য।
গেল রাতে আমি জ্যোৎস্না দেখে ভয় পেয়েছি ভীষণ।
ফ্যাকাসে জ্যোৎস্না ছিল কাল রাতে, অপার্থিব আলো।
অথচ কাল ছিল ভরা পূর্ণিমা।উজ্জ্বল আলোয় ভেসে
যাওয়ার কথা কাল সারা পৃথিবীর, আর তা না হয়ে
হল উল্টো।ফ্যাকাসে জ্যোৎস্না আমাকে ভয় দেখাল।
ঐ অপার্থিব জ্যোৎস্নায় আমাকে দেখে ভয় পেয়েছিল
দুটো শিয়াল।কোত্থেকে যেন এসে সামনে পড়তেই
আমাকে দেখে লেজ গুঁটিয়ে পালাল।যেন সামনে
পড়েছে দশাসই কুকুর।অথচ আমি কুকুর নই, মানুষ।
আমি খনিকের জন্য আমার ভেতরের ভয়ের কথা
ভুলে গিয়েছিলাম,অবাক হয়ে আমি পলায়ন রত
শিয়াল গুলোর দিকে তাকিয়ে ছিলাম।শেষ পর্যন্ত
আমাকে সমিহ করেছে দুটো শেয়াল.
আমি তো বেশি কিছু চাইনি, চেয়েছিলাম অবসরের
সঙ্গি,একটু ভালোবাসা, সামান্য স্নেহ, গোপনে হয়তো
মনের ভেতর ছিল কাম,প্রকাশ্যে নয়।এই টুকুর বিনিময়ে
আমি ছেড়ে ছিলাম পেছনের সব টুকুই।এমনকি প্রিয় জ্যোৎস্না
টুকুও নির্দ্বিধায় কুয়াশার চাদরে ঢেকে দিয়েছি।পুরুষের
বিপরীতে নারীই থাকবে,সম্মিলনে সুখি।এখানে
আমার বিপরীতে শেয়াল,পলায়ন রত,কি জানি কি ভেবে!?
ভালো থাকিস।
তোর কাব্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চিরন্তন ২৬/০৬/২০১৫(Y)
-
সাইদুর রহমান ০৭/০৩/২০১৫খুব সুন্দর হয়েছে
কবিতায় চিঠি।
শুভ কামনা। -
সবুজ আহমেদ কক্স ০৬/০৩/২০১৫ভালো লাগলো লিখা টা
-
নাজমুল আহসান ০৫/০৩/২০১৫ভাল লেখেছেন ।
-
স্বপন রোজারিও(১) ০৫/০৩/২০১৫ভালই হয়েছে উপমা কাব্য।