কল্পনাতে ইচ্ছে ঘুড়ি
যেদিন তোর মন ছুঁয়েছি,
সেদিন থেকেই,
শরীর ছোব,রক্ত মাংশের,
নরম পেলোব,
রক্তাভ ঠোট।
কল্পনাতে উড়াই ঘুড়ি।
মন ছুঁয়েছি,মনের মত।
ভাবনা গুলো,
ইচ্ছে গুলো,
আপন মনে উড়ে বেড়ায়।
গল্প কথা,
কাব্য গাথা,
গান কিংবা
মৌসুমি ঝড়,
একসাথে সব
হৃদয় টাকে খুঁড়ে বেড়ায়।
হৃদয় খুঁড়ে জলের আবাস,
বের করেছে
মনের মত।
সেদিন থেকে,
যেদিন থেকে
মন ছুয়েছি,মনের মত।
মন ই ছিল,মনের মত।
বাহিরে তার,
নরম পেলব,
কোমল শরীর।
ইচ্ছে গুলো যতই উড়াই
মনের মত,
মনের কাছে,
ততই তোর মনটা যেন
ইচ্ছে মত
উড়ু উড়ু।
মন ছুতে যাই,
মন ছুটে যায়।
যা ছুটে যা,যা উড়ে যা,
যেদিক খুশি সেদিক পানে,
আমার আছে ইচ্ছে ঘুড়ি,
মনের মত মনের টানে।
এখন কল্পনাতেই গল্প বলি,
কল্পনাতেই উড়াই ঘুড়ি।
মন ছুঁয়েছি মনের মত,
যেদিন থেকে-
সেদিন থেকেই,
শরীর ছোব,
নরম পেলোব,
রক্ত মাংশের,
রক্তাভ ঠোট।
জয়দেবপুর।।
০২/০৩/২০১৫।।
সেদিন থেকেই,
শরীর ছোব,রক্ত মাংশের,
নরম পেলোব,
রক্তাভ ঠোট।
কল্পনাতে উড়াই ঘুড়ি।
মন ছুঁয়েছি,মনের মত।
ভাবনা গুলো,
ইচ্ছে গুলো,
আপন মনে উড়ে বেড়ায়।
গল্প কথা,
কাব্য গাথা,
গান কিংবা
মৌসুমি ঝড়,
একসাথে সব
হৃদয় টাকে খুঁড়ে বেড়ায়।
হৃদয় খুঁড়ে জলের আবাস,
বের করেছে
মনের মত।
সেদিন থেকে,
যেদিন থেকে
মন ছুয়েছি,মনের মত।
মন ই ছিল,মনের মত।
বাহিরে তার,
নরম পেলব,
কোমল শরীর।
ইচ্ছে গুলো যতই উড়াই
মনের মত,
মনের কাছে,
ততই তোর মনটা যেন
ইচ্ছে মত
উড়ু উড়ু।
মন ছুতে যাই,
মন ছুটে যায়।
যা ছুটে যা,যা উড়ে যা,
যেদিক খুশি সেদিক পানে,
আমার আছে ইচ্ছে ঘুড়ি,
মনের মত মনের টানে।
এখন কল্পনাতেই গল্প বলি,
কল্পনাতেই উড়াই ঘুড়ি।
মন ছুঁয়েছি মনের মত,
যেদিন থেকে-
সেদিন থেকেই,
শরীর ছোব,
নরম পেলোব,
রক্ত মাংশের,
রক্তাভ ঠোট।
জয়দেবপুর।।
০২/০৩/২০১৫।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫সত্যি মন ছুয়ে গেল ............।।
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫অনেক সুন্দর লিখা
-
পিয়ালী দত্ত ০২/০৩/২০১৫ভাল লাগল
-
অ ০২/০৩/২০১৫সুন্দর ...।
-
স্বপন রোজারিও(১) ০২/০৩/২০১৫সুন্দর হয়েছে।
-
মো ফয়সাল রহমান ০২/০৩/২০১৫Valo