নীরা নামের সেই মেয়েটি
ওকে নীরা বলেই ডাকতাম।
সবকিছুতেই অবাক চোখ।
আকাশ এত নীল কেন?
সমুদ্র এত গভীর কেন?
পাহাড় এত উঁচু কেন?
হাজারো প্রশ্ন। আমার খুব কস্ট হত।
তখন আমার ভেতর অন্য কিছু।
ওকে নিয়ে আকাশ ছোব,
কমপক্ষে পাহাড় চুড়া।
আর কিছু না হলেও,সন্দ্বীপ বা
সেন্টমার্টিনে পুর্ণিমা দেখবো।
কেউ ভাবতো বাড়াবাড়ি।
শিশুর মত,সরল সোজা,
বোকা বোকা,কম বয়সি,
ছোট্র মেয়ে।
হতেই হবে,এরকম নয়।
মনের ভেতর গোপন চাওয়া,
হোক না খানিক ইচ্ছে পুরন।
হচ্ছিল না,হয়নি তখন।
আমার খুব কস্ট হত,হাজার
প্রশ্ন,এখনো হয়,প্রশ্ন ছাড়াই।
এখন কোন প্রশ্নই নেই।
মেঘের ওপর আমার বাড়ি,
মেঘ ছুঁয়ে যায় নিয়মিত।
পাহাড় আমার পায়ের তলায়।
ইচ্ছে করলেই হাতের কাছে
সমুদ্র, বা সেন্টমার্টিন।
হতেই হবে,যদি চাইতাম,
একট আধটু।হয়নি বলেই
পায়ের তলায় এত কিছু।
এখন শুধু কস্ট টুকু
বুকের ভেতর পাহাড় সমান।
নীরা নামের সেই মেয়েটি,
অল্প বয়স,বোকা বোকা,
হয়নি সেতো ইচ্ছে মতন,
আমার করে।
রুমা,বান্দরবান।।
২৫/০২/২০১৫।।
সবকিছুতেই অবাক চোখ।
আকাশ এত নীল কেন?
সমুদ্র এত গভীর কেন?
পাহাড় এত উঁচু কেন?
হাজারো প্রশ্ন। আমার খুব কস্ট হত।
তখন আমার ভেতর অন্য কিছু।
ওকে নিয়ে আকাশ ছোব,
কমপক্ষে পাহাড় চুড়া।
আর কিছু না হলেও,সন্দ্বীপ বা
সেন্টমার্টিনে পুর্ণিমা দেখবো।
কেউ ভাবতো বাড়াবাড়ি।
শিশুর মত,সরল সোজা,
বোকা বোকা,কম বয়সি,
ছোট্র মেয়ে।
হতেই হবে,এরকম নয়।
মনের ভেতর গোপন চাওয়া,
হোক না খানিক ইচ্ছে পুরন।
হচ্ছিল না,হয়নি তখন।
আমার খুব কস্ট হত,হাজার
প্রশ্ন,এখনো হয়,প্রশ্ন ছাড়াই।
এখন কোন প্রশ্নই নেই।
মেঘের ওপর আমার বাড়ি,
মেঘ ছুঁয়ে যায় নিয়মিত।
পাহাড় আমার পায়ের তলায়।
ইচ্ছে করলেই হাতের কাছে
সমুদ্র, বা সেন্টমার্টিন।
হতেই হবে,যদি চাইতাম,
একট আধটু।হয়নি বলেই
পায়ের তলায় এত কিছু।
এখন শুধু কস্ট টুকু
বুকের ভেতর পাহাড় সমান।
নীরা নামের সেই মেয়েটি,
অল্প বয়স,বোকা বোকা,
হয়নি সেতো ইচ্ছে মতন,
আমার করে।
রুমা,বান্দরবান।।
২৫/০২/২০১৫।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও(১) ০১/০৩/২০১৫চমৎকার লাগল।
-
অ ০১/০৩/২০১৫কৈশোর প্রেম এমনই অনেক স্বপ্ন দেখায় কিন্তু পূর্ণতা পায় না ।
ভালো লাগল ।