উমা ২
সে
তাঁকে
আড়াল
করেছিলো
ভালোবাসায়।
উচ্ছাসে, আনন্দে।
উৎসবে, বেদনায়।
জমে থাকা মেঘ থেকে
ঝরে পরা জলের মতো
ঝরে ঝরে,ভিজিয়েছে কতো,
আপাদমস্তক নিজেকে। কেন
যেন সে ফিরেছিল প্রেমের রাজ্যে
ফের। একদা যেখান থেকে স্বেচ্ছায়
নির্বাসনে গিয়েছিলো প্রিয়তমা সুর।
সেখানে ফিরেছিল,বেঁধেছিল আলিঙ্গনে।
তারপর জন্ম হয়েছিল এক নদীর,
দু’কুল কাঁপিয়ে ভেঙ্গে চুড়ে বহমান।
পাড় ভাঙ্গার অকল্যাণ শব্দে জ্ঞান
ফিরে পেয়ে আলগা হোল হাতের
বাঁধন। ফিরে গেল নিজ ভুমে।
জমে থাকা মেঘ থেকে ঝরে
পরা জলে ভিজে নিজেকে
আড়াল করে আবার।
উৎসবে, বেদনায়।
উচ্ছাসে, আনন্দে।
ভালোবাসায়।
প্রিয়তমা
আমার
উমা
সে।
দ্রষ্টব্য : 'অবরোহী পঞ্চদশ' এমন এক ধরণের কবিতা ,
যেখানে লাইনের সাথে বর্ণের সংখ্যা সমান থাকে অর্থাৎ ১
ম লাইনে ১ টি বর্ণ , ২য় লাইনে ২ টি বর্ণ, ৩য় লাইনে ৩ টি বর্ণ .......
এভাবে ১৫ তম লাইনে ১৫ টি বর্ণ নিয়ে মোট ১২০ টি বিদ্যমান ।
একে পিরামিডীয় স্টাইল ও বলা হয়ে থাকে
এর বিপরীত হল আরোহী পঞ্চদশ।
এখানে আমি অবরোহী এবং আরোহী দু' টো ধারা একসাথে ব্যাবহার করেছি।
বলা যেতে পারে, " অবরোহী এবং আরোহী যুগলবন্দী"।
তাঁকে
আড়াল
করেছিলো
ভালোবাসায়।
উচ্ছাসে, আনন্দে।
উৎসবে, বেদনায়।
জমে থাকা মেঘ থেকে
ঝরে পরা জলের মতো
ঝরে ঝরে,ভিজিয়েছে কতো,
আপাদমস্তক নিজেকে। কেন
যেন সে ফিরেছিল প্রেমের রাজ্যে
ফের। একদা যেখান থেকে স্বেচ্ছায়
নির্বাসনে গিয়েছিলো প্রিয়তমা সুর।
সেখানে ফিরেছিল,বেঁধেছিল আলিঙ্গনে।
তারপর জন্ম হয়েছিল এক নদীর,
দু’কুল কাঁপিয়ে ভেঙ্গে চুড়ে বহমান।
পাড় ভাঙ্গার অকল্যাণ শব্দে জ্ঞান
ফিরে পেয়ে আলগা হোল হাতের
বাঁধন। ফিরে গেল নিজ ভুমে।
জমে থাকা মেঘ থেকে ঝরে
পরা জলে ভিজে নিজেকে
আড়াল করে আবার।
উৎসবে, বেদনায়।
উচ্ছাসে, আনন্দে।
ভালোবাসায়।
প্রিয়তমা
আমার
উমা
সে।
দ্রষ্টব্য : 'অবরোহী পঞ্চদশ' এমন এক ধরণের কবিতা ,
যেখানে লাইনের সাথে বর্ণের সংখ্যা সমান থাকে অর্থাৎ ১
ম লাইনে ১ টি বর্ণ , ২য় লাইনে ২ টি বর্ণ, ৩য় লাইনে ৩ টি বর্ণ .......
এভাবে ১৫ তম লাইনে ১৫ টি বর্ণ নিয়ে মোট ১২০ টি বিদ্যমান ।
একে পিরামিডীয় স্টাইল ও বলা হয়ে থাকে
এর বিপরীত হল আরোহী পঞ্চদশ।
এখানে আমি অবরোহী এবং আরোহী দু' টো ধারা একসাথে ব্যাবহার করেছি।
বলা যেতে পারে, " অবরোহী এবং আরোহী যুগলবন্দী"।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিজান রহমান ২৪/০২/২০১৫আমি মুগ্ধ
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫anek bar pora holo @@@ nice
-
জহির রহমান ১১/০২/২০১৫এক কথায় বলতে গেলে- অ-সা-ধা-র-ণ!
সত্যিই আমি মুগ্ধ!!
যেমন স্ট্যাইল (অবরোহী এবং আরোহী যুগলবন্দী) তেমনি বর্ণিত গল্পটি!!! দারুন কারুকাজ!!!
শুভ কামনা কবির জন্য। -
ফিরোজ মানিক ১১/০২/২০১৫অনেক ভাল, অনেক সুন্দর।
-
অ ১০/০২/২০১৫ভালো লেখা ।
-
সুব্রত সামন্ত (বুবাই) ১০/০২/২০১৫যাই বলি কম বলা হয়ে যাবে ; স্টাইল অসাধারণ।
-
সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫darun