চিঠি ৫
ফেরি,
তুই যাইই বলিস,
আমি এবার আমার ডান হাত,
না না, শুধু ডান হাত নয়,বাম হাত টাও,
পেট্রলে ডুবিয়ে তোর সামনে দাঁড়াবো,
তুই সুকান্তের দেয়াশলাই ধার করে আমার
দু'হাতে জালাবি আগুন।আমি জলন্ত দু'হাত
মাথার ওপর তুলে যাবো পল্টন অবধি,
এক চলন্ত মশাল।
ওখানে আমি দাঁড়িয়ে থাকবো।
আমার মাথার ওপর আমারি দুই হাত,
জলন্ত মশাল।ওরা তবু থামাক অগ্নিকলা,
আমি বার্ন ইউনিটের একমাত্র বাসিন্দা হব।
তুই শুধু আমাকে মাঝে মাঝে দেখতে যাবি বার্ন ইউনিটে।
তোর অনন্ত।
বান্দরবান।।
০৫/০২/২০১৫।
তুই যাইই বলিস,
আমি এবার আমার ডান হাত,
না না, শুধু ডান হাত নয়,বাম হাত টাও,
পেট্রলে ডুবিয়ে তোর সামনে দাঁড়াবো,
তুই সুকান্তের দেয়াশলাই ধার করে আমার
দু'হাতে জালাবি আগুন।আমি জলন্ত দু'হাত
মাথার ওপর তুলে যাবো পল্টন অবধি,
এক চলন্ত মশাল।
ওখানে আমি দাঁড়িয়ে থাকবো।
আমার মাথার ওপর আমারি দুই হাত,
জলন্ত মশাল।ওরা তবু থামাক অগ্নিকলা,
আমি বার্ন ইউনিটের একমাত্র বাসিন্দা হব।
তুই শুধু আমাকে মাঝে মাঝে দেখতে যাবি বার্ন ইউনিটে।
তোর অনন্ত।
বান্দরবান।।
০৫/০২/২০১৫।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুয়াশা রায় ১১/০২/২০১৫ভাল লাগল।
-
সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫darun sonder @@@
-
আতিক রহমান ০৯/০২/২০১৫বাহ। ভিন্ন স্বাদ পেলাম।
-
ফিরোজ মানিক ০৯/০২/২০১৫ভাই হাসান কামরুল, আপনার চিঠি আর কতগুলো আছে?
-
অ ০৯/০২/২০১৫চমৎকার কবিতা ।।