www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হয়তো মানুষ নই

আমি তোমাদের নিয়ে ভাবছি হে মানুষ,
আজ আমি তোমাদের নিয়ে ভাবছি।
কোথায় আজ কবি নজরুল,তুমি দেখে
যাও,তোমার মহিয়ান মানুষ আজ স্বজাতির
গায়ে আগুন জ্বালিয়ে উৎসব করে।মানুষের
মাংশ পোড়া গন্ধে ওরা খুঁজে পায় উপাদেয়
কাবাবের সুঘ্রান!

আমি দেখেছি মৃত মানুষের মুখাগ্নি করে তার
যোগ্য সন্তান।হরিবোল ধ্বনি তে
আকাশ কাঁপিয়ে ছুটে যায় শবযাত্রী।
অগ্নি স্পর্শে তারা পায় পারলৌকিক
মুক্তি। আজ তারা মানুষখেকো মানুষ,
জীবন্ত মানুষের মুখাগ্নি নয়,পুরো শরীর
আগুনে ঝলসে ওরা খুঁজে নিতে চায় রাষ্ট্রিও মুক্তি।

ওরা আগুনে পুড়িয়েছে আমাদের।
ওরা আগুনে পোড়ায় আমাদের।
ওরা আগুনে পোড়াবে আমাদের।


আমাদের ওরা মানুষ ই ভাবে।আমাদের
চামড়া,মাংশ পোড়া গন্ধে ওরা নিশ্চিত
হয় আমাদের মানুষ আকৃতি। এরপর
ওরা মানুষের কথা ভেবে গোপন ভবনের
ব্যাল্কনিতে দাঁড়িয়ে করে ভবিষ্যৎ পরিকল্পনা।
ওরা সেই সব মহিয়ান মানূষ।

তোমাদের আমিও মানুষ বলি।
যাদের ভাই,বোন, বাবা বা পরিচিত কেউ
ঐ সব মানুষের আগুন যজ্ঞে ঝলসে গেছে।
একদিন হয়তো তোমরাও ঝলসে যাবে,
একমাত্র আমি ঝলসাবো না। আমাকে
ওরা বাদ দেবে আগুনের শিল্পকলা থেকে।
আমি হয়তো মানুষ নই,মুরগি বিশেষ প্রানি।

রুমা বাজার,বান্দরবন।।
o৩/o২/২০১৫।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লিখেছেন। সমসাময়িক বিষয়টি সত্যি আমাদের কে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে................
  • সুব্রত দাশ আপন ০৭/০২/২০১৫
    নোরা রাজনীতির কবলে মানুষ পতিত হয়েছে। পুড়ছে বাস, পুড়ছে মানুষ। কারো কারোর প্রতি কোন মায়া নেয়। রাজনৈতিক ব্যক্তিগণের বলির পাটা হচ্ছি আমরা।
  • ফিরোজ মানিক ০৭/০২/২০১৫
    ' মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না!'
  • বর্তমান বাস্তবতায় কবিতাটি মানানসই।
  • সবুজ আহমেদ কক্স ০৭/০২/২০১৫
    nice
  • বাঙ্গালির ক্ষোভ থাকা ভালো
  • হাসান ইমতি ০৭/০২/২০১৫
    ক্ষোভ ভালো লাগলো ...
 
Quantcast