মালতী ঘর চাই প্রিয়
ঘর আর কবিতার বৈরিতায় আমি ঘর চাই প্রিয়,
ঘর চাই আমার,সাজান গোছানো পরিপাটি।মালতী,
এবার তুমি সাঁজাও স্বপ্ন সুন্দর আগামী;শুধু কবিতার
স্বার্থে আর নয় ছোটাছুটি।তোমার হাতের নিশ্চিত আশ্রয়
ছেড়ে ছুটে ছুটে যাওয়া আর নয়।আসন্ন সন্ধায় ফিরছি ঘরে।
মালতী, দ্যাখো,
আমি ঘরে ফিরছি শুনে কি আশ্চর্য সুন্দর আলো জ্বলে
উঠেছে মুহূর্তেই।তুমি কি গুঁজেছ ফুল তোমার খোঁপায়?
যতদূরে আমার দৃষ্টি সীমা,আমার অনুভুতি তার চেয়ে
ঢের দূর অবধি খুঁজে নেবে গন্ধ গোলাপের। তুমি তোমার
হাতের মধ্যে আমার হাত ধরে নিয়ে যাবে ঘরে।ওখানে,
ঐ ঘরের ম্লান অন্ধকারে কবিতাকে বিসর্জন দিয়ে আমি
নিশ্চিন্তে তোমার বুকে মাথা রাখবো।
মালতী দ্যাখো,
আমি ঘরে ফিরছি শুনে,রেল স্টেশনে ভিড় নেই।কর্ম ক্লান্ত
লোকেরা সময়ের আগেই ফিরে গেছে ঘরে।আমার কবিতার
উর্বশীরা পরবর্তী হাজার বছরের জন্য উধাও হয়ে গেছে।
ওরা ওদের মতো করে আমাকে দিয়ে গেছে কাঙ্ক্ষিত যাপন।
এবার অনায়াসে আমি তোমার খোঁপায় হাত বোলাতে বোলাতে
ক্লান্ত হবো,
ক্লান্ত হবো,
ক্লান্ত হবো।
মালতী, ঘর আর কবিতার বৈরিতায় আমি ঘর চাই প্রিয়।
ঘর চাই আমার,সাজান গোছানো পরিপাটি।
হাসপাতাল রোড, জয়দেবপুর।।
২৯/০১/২০১৫।।
ঘর চাই আমার,সাজান গোছানো পরিপাটি।মালতী,
এবার তুমি সাঁজাও স্বপ্ন সুন্দর আগামী;শুধু কবিতার
স্বার্থে আর নয় ছোটাছুটি।তোমার হাতের নিশ্চিত আশ্রয়
ছেড়ে ছুটে ছুটে যাওয়া আর নয়।আসন্ন সন্ধায় ফিরছি ঘরে।
মালতী, দ্যাখো,
আমি ঘরে ফিরছি শুনে কি আশ্চর্য সুন্দর আলো জ্বলে
উঠেছে মুহূর্তেই।তুমি কি গুঁজেছ ফুল তোমার খোঁপায়?
যতদূরে আমার দৃষ্টি সীমা,আমার অনুভুতি তার চেয়ে
ঢের দূর অবধি খুঁজে নেবে গন্ধ গোলাপের। তুমি তোমার
হাতের মধ্যে আমার হাত ধরে নিয়ে যাবে ঘরে।ওখানে,
ঐ ঘরের ম্লান অন্ধকারে কবিতাকে বিসর্জন দিয়ে আমি
নিশ্চিন্তে তোমার বুকে মাথা রাখবো।
মালতী দ্যাখো,
আমি ঘরে ফিরছি শুনে,রেল স্টেশনে ভিড় নেই।কর্ম ক্লান্ত
লোকেরা সময়ের আগেই ফিরে গেছে ঘরে।আমার কবিতার
উর্বশীরা পরবর্তী হাজার বছরের জন্য উধাও হয়ে গেছে।
ওরা ওদের মতো করে আমাকে দিয়ে গেছে কাঙ্ক্ষিত যাপন।
এবার অনায়াসে আমি তোমার খোঁপায় হাত বোলাতে বোলাতে
ক্লান্ত হবো,
ক্লান্ত হবো,
ক্লান্ত হবো।
মালতী, ঘর আর কবিতার বৈরিতায় আমি ঘর চাই প্রিয়।
ঘর চাই আমার,সাজান গোছানো পরিপাটি।
হাসপাতাল রোড, জয়দেবপুর।।
২৯/০১/২০১৫।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/০২/২০১৫নাইস এন্ড রোমান্টিক কবিতা । ভালো লাগলো.......
-
পিয়ালী দত্ত ৩০/০১/২০১৫ভাল লাগল
-
ফিরোজ মানিক ৩০/০১/২০১৫মালতীকে চিঠি লিখে লিখে ঘরে ফিরিয়ে আনলেন, মালতী হাসলো, এবার মালতীর জন্য আপনার ঘরে ফিরার পালা। চমৎকার লাগলো।
-
সুব্রত দাশ আপন ৩০/০১/২০১৫বেশ ভালো লাগলো। ধন্যবাদ কবি আপনাকে।
-
নাজমুল আহসান ৩০/০১/২০১৫এক কথায় অসাধারণ !
-
সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫দারুন লাগলো.........।।