মালতী তুমি এবার হাস
সমস্ত নিষেধাজ্ঞা কে অমান্য করে,মালতী, তুমি
এবার হাস।সমাজপতি দের জানিয়ে দাও, তুমিও
মানুষ।তোমার চোখের জলে তুমি আর ভেজাবে
না মাটি । ওরা ওদের চাষবাসের জন্য অন্য কোন
ভাবে জলের ব্যাবস্থা করুক।তুমি এবার হাস।
অক্ষম ভিখেরি সেজে যারা এসেছিল কাছে, চেয়েছিল
সামান্য প্রেম,ঈষৎ করুণা, তারাই আজ রক্তচক্ষু মেলে
খুবলে খায় উপাদেয় হরিণ শরীর।নিজেকে নিবেদন করে
পেয়েছ অপমান আর অবহেলা।জীবনের নাব্যতা বিসর্জন
দিয়েছিলে প্রবল অসভ্য চরে।তবুও করেছ অপেক্ষা,
যদি ফেরে, যদি ফেরে,অসভ্যদের ভিড়ে প্রকৃত একজন।
যদি সে অনুভব করে দু’ফোঁটা জল।
যদি আসে কেউ।
মালতী তুমি জেনে নাও, এখানে সভ্য বলে কিছু নেই।
এখানে ওরা পথে পথে তৈরি করে কৃত্রিম অন্ধকার,
এখানে ওরা পথে পথে তৈরি করে কৃত্রিম প্রতিরোধ।
এখানে ওরা “সভ্য” কে আটকে রেখে তৈরি করে নিজেদের
অসভ্য সভ্যতা।এখানে সভ্য বলে কিছু নেই, সভ্যতা আছে।
ওরা ওদের সভ্যতার আড়াল থেকে তোমাকে স্পর্শ করে
অসভ্য হাতে। ওরা ওদের জলের প্রয়োজনে তোমার চোখের
জল ব্যবহার করে।
মালতী এবার তুমি ওদের জানিয়ে দাও, তুমিও মানুষ।
তোমার চোখের জলে তুমি আর মেটাবে না ওদের তৃষ্ণা।
ওরা ওদের জলের প্রয়োজনে কোন নদীর সাথে সংযুক্ত করে
নিক ওদের সভ্যতার নাড়ি।
তুমি এবার হাস।
হাসপাতাল রোড,জয়দেবপুর।।
২৮/০১/২০১৫।।
এবার হাস।সমাজপতি দের জানিয়ে দাও, তুমিও
মানুষ।তোমার চোখের জলে তুমি আর ভেজাবে
না মাটি । ওরা ওদের চাষবাসের জন্য অন্য কোন
ভাবে জলের ব্যাবস্থা করুক।তুমি এবার হাস।
অক্ষম ভিখেরি সেজে যারা এসেছিল কাছে, চেয়েছিল
সামান্য প্রেম,ঈষৎ করুণা, তারাই আজ রক্তচক্ষু মেলে
খুবলে খায় উপাদেয় হরিণ শরীর।নিজেকে নিবেদন করে
পেয়েছ অপমান আর অবহেলা।জীবনের নাব্যতা বিসর্জন
দিয়েছিলে প্রবল অসভ্য চরে।তবুও করেছ অপেক্ষা,
যদি ফেরে, যদি ফেরে,অসভ্যদের ভিড়ে প্রকৃত একজন।
যদি সে অনুভব করে দু’ফোঁটা জল।
যদি আসে কেউ।
মালতী তুমি জেনে নাও, এখানে সভ্য বলে কিছু নেই।
এখানে ওরা পথে পথে তৈরি করে কৃত্রিম অন্ধকার,
এখানে ওরা পথে পথে তৈরি করে কৃত্রিম প্রতিরোধ।
এখানে ওরা “সভ্য” কে আটকে রেখে তৈরি করে নিজেদের
অসভ্য সভ্যতা।এখানে সভ্য বলে কিছু নেই, সভ্যতা আছে।
ওরা ওদের সভ্যতার আড়াল থেকে তোমাকে স্পর্শ করে
অসভ্য হাতে। ওরা ওদের জলের প্রয়োজনে তোমার চোখের
জল ব্যবহার করে।
মালতী এবার তুমি ওদের জানিয়ে দাও, তুমিও মানুষ।
তোমার চোখের জলে তুমি আর মেটাবে না ওদের তৃষ্ণা।
ওরা ওদের জলের প্রয়োজনে কোন নদীর সাথে সংযুক্ত করে
নিক ওদের সভ্যতার নাড়ি।
তুমি এবার হাস।
হাসপাতাল রোড,জয়দেবপুর।।
২৮/০১/২০১৫।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/০২/২০১৫সত্যি আপনার লেখার প্রশংসা করতে হয়। ভালো হয়েছে।
-
ফিরোজ মানিক ২৯/০১/২০১৫মালতিকে হাসতেই হবে। দারুণ !
-
আহমাদ মাগফুর ২৯/০১/২০১৫চরম লিখছেন ভাই!
-
চিরন্তন ২৯/০১/২০১৫মালতি, তুমি এবার হাস ।।
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫সুন্দর ......।লিখ...।
-
স্বপন শর্মা ২৯/০১/২০১৫মুগ্ধতা রেখে গেলাম
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫awesome
-
অ ২৮/০১/২০১৫এক কথায় দারুণ হয়েছে ।
শুভে্ছা রইল । -
স্বপন রোজারিও(১) ২৮/০১/২০১৫খুবই....খুবই.... সুন্দর হয়েছে। মালতীদের জেগে উঠার দিন আজ।