মালতীরা ফেরে না
আমার ভীষণ জানতে ইচ্ছে করে,তোমাদের গোপন
চাহিদার যোগান দিচ্ছে যেসকল মেয়ে মানুষ তাঁদের
জন্ম হয়েছিল কোথায়।বিবেকের দরজা খুলে একবার
প্রশ্ন করে দেখো,উত্তর টা তোমাদের জানা।তোমরা বলবে
না,একবিংশ শতাব্দির প্রারম্ভে দাঁড়িয়ে আর কিছু না
জানলেও,প্রকাশ্যে নিজেদের বিবস্ত্র হওয়া টা ঠ্যাকাতে শিখেছ।
আমি এই শহরের অলিতে গলিতে ঘুরে দেখেছি,পেটের
তাগিদে কিভাবে নিমিষেই ষোড়শী হয়ে উঠছে মেয়ে
শিশুরা।রাতের আঁধারে ওরা যেন আগুন জ্বালা পরী।
অন্ধকারে তাদের দেহ নৃত্য করে কামুকের চোখে।ওদের
ঈষৎ উষ্ণ নরম পেলব শরীর পিষ্ট হয় তোমাদের গোপন
চাহিদার তলায়।রাতের সহস্র নক্ষত্রের আলোতে আমি দেখেছি
ক্রুর যৌবনের খেলা।
আমার ভীষণ জানতে ইচ্ছে করে,দিনের আলোয় ওই সব
মেয়েদের নিয়ে তোমরা কি কর।তোমাদের কাছে ওরা
নিশ্চয়ই অস্পৃশ্য।তোমাদের কষ্টার্জিত সভ্যতার বিচারে তারা
গোপন রোগজীবাণুর ভাগাড়। নিপুণ যাদুগরের মতো তাদের
অদৃশ্য করে রাখো তোমাদের জীবন থেকে, যেন তারা তোমাদের
ক্রমবর্ধমান চোদ্দ কোটির কেউ নয়।
আমার ভীষণ জানতে ইচ্ছে করে ওরা যারা তোমাদের
গোপন চাহিদার সঙ্গি,ওদের মধ্যে কেউ কি মালতী?আমার
জানতে ইচ্ছে করে।মালতী একটি পাখী,শালিখ, চড়ুই, টিয়া,
দোয়েল, এই রকম ছোট্ট ডানার। “আমি জাইতাছি গা” বলে
মিশে গিয়েছিল তোমাদের চোদ্দ কোটির ভিড়ে।এর পর সে
আর ফিরে আসেনি।মালতীরা ফিরে আসে না।
চাহিদার যোগান দিচ্ছে যেসকল মেয়ে মানুষ তাঁদের
জন্ম হয়েছিল কোথায়।বিবেকের দরজা খুলে একবার
প্রশ্ন করে দেখো,উত্তর টা তোমাদের জানা।তোমরা বলবে
না,একবিংশ শতাব্দির প্রারম্ভে দাঁড়িয়ে আর কিছু না
জানলেও,প্রকাশ্যে নিজেদের বিবস্ত্র হওয়া টা ঠ্যাকাতে শিখেছ।
আমি এই শহরের অলিতে গলিতে ঘুরে দেখেছি,পেটের
তাগিদে কিভাবে নিমিষেই ষোড়শী হয়ে উঠছে মেয়ে
শিশুরা।রাতের আঁধারে ওরা যেন আগুন জ্বালা পরী।
অন্ধকারে তাদের দেহ নৃত্য করে কামুকের চোখে।ওদের
ঈষৎ উষ্ণ নরম পেলব শরীর পিষ্ট হয় তোমাদের গোপন
চাহিদার তলায়।রাতের সহস্র নক্ষত্রের আলোতে আমি দেখেছি
ক্রুর যৌবনের খেলা।
আমার ভীষণ জানতে ইচ্ছে করে,দিনের আলোয় ওই সব
মেয়েদের নিয়ে তোমরা কি কর।তোমাদের কাছে ওরা
নিশ্চয়ই অস্পৃশ্য।তোমাদের কষ্টার্জিত সভ্যতার বিচারে তারা
গোপন রোগজীবাণুর ভাগাড়। নিপুণ যাদুগরের মতো তাদের
অদৃশ্য করে রাখো তোমাদের জীবন থেকে, যেন তারা তোমাদের
ক্রমবর্ধমান চোদ্দ কোটির কেউ নয়।
আমার ভীষণ জানতে ইচ্ছে করে ওরা যারা তোমাদের
গোপন চাহিদার সঙ্গি,ওদের মধ্যে কেউ কি মালতী?আমার
জানতে ইচ্ছে করে।মালতী একটি পাখী,শালিখ, চড়ুই, টিয়া,
দোয়েল, এই রকম ছোট্ট ডানার। “আমি জাইতাছি গা” বলে
মিশে গিয়েছিল তোমাদের চোদ্দ কোটির ভিড়ে।এর পর সে
আর ফিরে আসেনি।মালতীরা ফিরে আসে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫anek bar pora holo @@anek valo
-
চিরন্তন ৩১/০১/২০১৫মালতি, হয়তো এমনি করেই তোর আরএকটা অধ্যায় চাপা পরেযাবে শরীরী বিছানার চাদরে
হয়তো এমনি করেই মিশেযাবি ভেজা পলিথিনের কফিনে
এমনি করেই আর একটা সন্ধ্যা নামবে আর
নিজেকে খুলে ফেলবি আস্তে আস্তে, আবিস্কারের নেশায়
শরীরী মায়াজালে জরাবি অসরীরীকে
চুমুতে চুমুতে লিখে রাখবি অশ্লীলতার ছাপ
উলঙ্গতাই হবে তোর পরিচয়
তুই দরজায় চকে লেখা ১২/ক এর শ্রেফ্ একটা নাম্বার ... -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫সত্যি আপনার লেখার প্রশংসা করতে হয়।
-
আবিদ আল আহসান ২৭/০১/২০১৫নাইচ
-
সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫কবি কামরুল হাসান
দারুণ........................ -
স্বপন রোজারিও(১) ২৬/০১/২০১৫ভাল হয়েছে।
-
ফিরোজ মানিক ২৬/০১/২০১৫বলেছিলাম না! আপনি বারবার কবি হবেন। অসাধারণ.....অসাধারণ চিন্তা চেতনা।
-
অ ২৬/০১/২০১৫সুন্দর হয়েছে কবি ।
মালতীদের নিয়ে আপনার ভাবনা হৃদয় ছূয়ে গেল ।