www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি নই আমরা

বরাবর যেমন হয়,ঠিক তেমন করে,আর মাত্র একবার
স্পর্শ করে এই হাত গুটিয়ে নেবো। রাত জাগা প্যাঁচা
হবো আর একবার মাত্র।এরপর আমি নই,আমরা,আবার
নামবো পথে দু’পাশ থেকে।

আমরা একসঙ্গে বৃষ্টিতে ভিজে কাক হবো। ফেলে আসা
রাত্রিটির মতো করে বাজ পড়ার শব্দে আড়াল হবো বুকের
কাছাকাছি। সমস্ত নিষেধাজ্ঞা কে অমান্য করে একসঙ্গে
উঠে বসবো রাতের শেষ ট্রেনে।তারপর আমি নই, আমরা,
আবার খুঁজে নেব নিরিবিলি পাড়ায় কাঙ্খিত পূর্ণিমার বাড়ি।


রক্ত মাংসের আগুন উত্তাপে পুড়ে খাক হওয়া আর নয়,সেই
অসময় ভুলে পৌরাণিক প্রাচীন পাখির মতো সময়ের কাছ
থেকে আদায় করে নিব নতুন পালক।পেছনে থাক হাহাকার,
নির্ঘুম রাত,
বিরহের গান,
খণ্ড খণ্ড ব্যাথা।
তারপর............
আমি নই, আমরা, আবার খুঁজে নেব, প্রথম দিনের লুকোচুরি।


তারপর আমি নই,আমরা সামনে যাবো, আরও সামনে।
ওখানে আলো অথবা আঁধার যাই থাক, আমি নই আমরা
ডুবে যাবো,
ডুবে যাবো,
ডুবে যাবো।
দু'জন মিলে খুঁজে আনবো চার মুঠো সুখ,দু’জনের জমে থাকা
চোখের জলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চিরন্তন ৩০/০১/২০১৫
    বাহ্।
  • ২৬/০১/২০১৫
    হুম বেশ বেশ ।
  • নামকরণটা ভালো লাগল ?
  • সবুজ আহমেদ কক্স ২৬/০১/২০১৫

    অসংখ্য ধন্যবাদ আপনাকে
  • সত্যি অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
  • আবিদ আল আহসান ২৬/০১/২০১৫
    nice
  • ফিরোজ মানিক ২৫/০১/২০১৫
    একবার নয়, বারবার আপনি কবি হবেন। আপনার কবিতাই বলে দেয় আপনি কত বড় কবি হবেন। লেখাটির জন্য ধন্যবাদ।
 
Quantcast