চিঠি২
প্রিয় সমুদ্র কন্যা,
জন্ম থেকেই আমার জলে খুব ভয়.মনে পরে
বাবা একবার আমাকে সাতার শিখাবেন বলে
নিয়ে গিয়েছিলেন বাড়ির পাশের বংশী নদীতে।
টলটলে স্বচ্ছ পানি,জলের তলায় সব কিছু পরিষ্কার
দৃশ্যমান।আমার যে কি হলো,দৌড়ে পালিয়ে গিয়েছিলাম...
আমার আর সাতার শেখা হয়নি।জলের প্রতি ভয়টাও
কমেনি।তবু জল আমার পেছন ছাড়েনি,প্রতিনিয়ত
আমাকে চোখ রাঙিয়ে চল...
জলের ভয়ে একবার আমি পাহাড়ে উঠেছিলাম।ওখানে
জলের পৈত্রিক ভিটে।ভয় পেয়ে পরি কি মরি করে নামতে
গিয়ে শরীরে রক্ত স্রোত।ভাগ্য ভালো,পাহাড়ি গাছ গাছড়া
আমার পক্ষে ছিল।
সেই আমি,জল কে যার এত ভয়,পাড়ি দিয়েছিলাম বেশ
চওড়া এক নদী।লবনাক্ত নয়,মিষ্টি জলের নদী.ওপারে
গিয়ে যখন পৌছালাম,তেষ্টায় গলা শুকিয়ে আসে,কিন্তু
জলের বড় অভাব।ভীষণ হাহাকার,জল চাই! জল চাই!! জল চাই!!!
কে দেবে?ওই প্রথম জল কে আমার খুব প্রয়োজনীয় মনে হয়েছিল।
তাই বলে জলের এত বাড়াবাড়ি মানিনি আমি কখনো।
তুমি ই বলো,যখন তখন যত্রতত্র জলে ভেসে যেতে কার
ভালো লাগে? তবে আমি সমুদ্রের কাছে কেন?শুনেছি,সমুদ্র
ভাসিয়ে নেয় না,বুকে ধারণ করে,তাই এত কাছকাছি আসা।
এবার সত্য জানবো।
তোমার কাব্য।
জন্ম থেকেই আমার জলে খুব ভয়.মনে পরে
বাবা একবার আমাকে সাতার শিখাবেন বলে
নিয়ে গিয়েছিলেন বাড়ির পাশের বংশী নদীতে।
টলটলে স্বচ্ছ পানি,জলের তলায় সব কিছু পরিষ্কার
দৃশ্যমান।আমার যে কি হলো,দৌড়ে পালিয়ে গিয়েছিলাম...
আমার আর সাতার শেখা হয়নি।জলের প্রতি ভয়টাও
কমেনি।তবু জল আমার পেছন ছাড়েনি,প্রতিনিয়ত
আমাকে চোখ রাঙিয়ে চল...
জলের ভয়ে একবার আমি পাহাড়ে উঠেছিলাম।ওখানে
জলের পৈত্রিক ভিটে।ভয় পেয়ে পরি কি মরি করে নামতে
গিয়ে শরীরে রক্ত স্রোত।ভাগ্য ভালো,পাহাড়ি গাছ গাছড়া
আমার পক্ষে ছিল।
সেই আমি,জল কে যার এত ভয়,পাড়ি দিয়েছিলাম বেশ
চওড়া এক নদী।লবনাক্ত নয়,মিষ্টি জলের নদী.ওপারে
গিয়ে যখন পৌছালাম,তেষ্টায় গলা শুকিয়ে আসে,কিন্তু
জলের বড় অভাব।ভীষণ হাহাকার,জল চাই! জল চাই!! জল চাই!!!
কে দেবে?ওই প্রথম জল কে আমার খুব প্রয়োজনীয় মনে হয়েছিল।
তাই বলে জলের এত বাড়াবাড়ি মানিনি আমি কখনো।
তুমি ই বলো,যখন তখন যত্রতত্র জলে ভেসে যেতে কার
ভালো লাগে? তবে আমি সমুদ্রের কাছে কেন?শুনেছি,সমুদ্র
ভাসিয়ে নেয় না,বুকে ধারণ করে,তাই এত কাছকাছি আসা।
এবার সত্য জানবো।
তোমার কাব্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুয়াশা রায় ২৪/০১/২০১৫খুব ভাল লাগল। প্রথম স্তবকে ওটা কি "আমার যে কি হল,দৌড়ে পালিয়ে গিয়েছিলাম..." হবে?
-
আবিদ আল আহসান ২৪/০১/২০১৫ওয়াআআআআও
-
পিয়ালী দত্ত ২৩/০১/২০১৫ভাল
-
সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫fine