www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিঠি

ফেরী,

একটা ভয়ঙ্কর সত্য তোকে জানাতে চাই।তুই হয়তো
অবাক হবি। আমার জল তেষ্টা পেয়েছে। দু’এক আজলা
বা দু’এক গ্লাস জলের তেষ্টা নয়, পুরো এক নদী জল চাই
আমার।সেই যে, সেবারের মত, তোর মনে আছে নিশ্চয়ই,
যমুনা গিলেছিলাম,এপার থেকে ওপাড়।এবারো সে রকম,আকণ্ঠ
পান করে শীতল হবো।এক ফোঁটা জল এবার অবশিষ্ট থাকবে
না সমুদ্রে যাবার।

এইভাবে শুকনো গলায় অনেকদিন আছি। গেল জ্যৈষ্ঠে এক
কবি বন্ধু বলেছিল, “সামনের আষাঢ়ে যৌবনবতী হবে
দেশের নদী গুলো।তখন মিটিয়ে নিও তেষ্টা গলা অবধি”।
আষাঢ়ে দেখেছি বৃষ্টির নাচানাচি। মুগ্ধতায় ভুলেই গিয়েছিলাম
ভরা যৌবনের নদী। ।এখন মাঘ চলছে। কনকনে ঠাণ্ডায় হয়েছে
হাড় মরমরি রোগ আর এদিকে গলা শুকিয়ে চৈত্রের মাঠ।
যমুনার তো এখন বাড় বাড়ন্ত, অন্য কোন নদীর নাম বল,
বেশ চওড়া,নাদুস নুদুস চেহারার,টইটুম্বুর জলে।


অন্য কিছু নয়,আর কিছুতে লোভ নেই আমার।মহাজনী নৌকা,
পানসী কিংবা বজরা,নদীর মাঝখানে সবুজ চর, চাই নাঃগ্রাম্য
বালা, সাঁতার রত, যার প্রয়োজন নিয়ে নিক,আমার চাই জল।
তেষ্টা পেয়েছে আমার,জল চাই জেনে রাখ।


যদি খবর দিতে না পারিস সেরকম একটা নদীর,তবে লঙ্কাকাণ্ড
ঘটে যাবে সামনের চৈত্রে।সম্মুখে যা কিছু থাকবে,শুষে নিব জল।
আমার তেষ্টার কাছে কিছুই ফেলনা থাকবে না তখন।


খুব তারাতারি একটা নদীর নাম বল, নয়তো “ময়ূরাক্ষী” গিলবো এবার !!

হাসপাতাল রোড, জয়দেবপুর।।
১৮/০১/২০১৫।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জাহিদুর রহমান ০৫/০২/২০১৫
    Letter lakhay ja ki moja aita bolber moto noy
  • চিরন্তন ২৯/০১/২০১৫
    আপনি অসম্ভব ভাল লেখেন।
    • হাসান কামরুল ২৯/০১/২০১৫
      ধন্যবাদ ভাই। আপনাদের ভালো লাগা আমার পাথেয়।
  • আবিদ আল আহসান ২৮/০১/২০১৫
    প্লিজ একটা অটোগ্রাফ
  • কুয়াশা রায় ২৩/০১/২০১৫
    বাহ! খুব ভাল লাগল।তারাতারি>তাড়াতাড়ি
  • আবিদ আল আহসান ২২/০১/২০১৫
    দারুণ হইছে কবি
  • ২২/০১/২০১৫
    কবিতা কিন্তু দারুণ হয়েছে ।
    অনেক অনেক শুভেচ্ছা কবিকে ।
    ভালো থাকুন সর্বদা ।
  • ফিরোজ মানিক ২২/০১/২০১৫
    প্রথম লেখাতেই কবির এতো পিপাসা! তাই লেখাটা এতো ভাল হয়েছে। চালিয়ে যান কবি।
    • কামরুল হাসান ২২/০১/২০১৫
      আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উতসাহিত করার জন্য।
  • সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫
    প্রথম লিখাই ভাল লাগলো
    কবি কামরুল হাসান
  • সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫
    দারুণ
  • স্বাগতম তারুণ্যে। এটি আপনার প্রথম লেখা। অনেক ভালো লাগলো। চালিয়ে যান।
 
Quantcast