কবিতারা জেগে আছে
-মাহ্দী কাবীর
আমি তুমি অতঃপর বৃষ্টি..
আমাদের মধ্যে ছিল অনেকটাই মিল।
অতঃপর কিছু দুষ্টু জল
তোমার ঠোঁটে ঠোঁট ঠেকে অবিরাম ঝরছিল
ঐ বৃষ্টির জল আমি কুড়িয়ে ছিলাম।
বলেছিলাম, 'অনু দেখো জলটা কত্ত নীল!'
তুমি বললে, 'নীল,তুমি সত্যিই বোকা
ওটা নীল জলের অনু!'
আমি বললাম,
'ওটা তোমার প্রেমের স্পর্শে নীল হয়েছে
তোমার স্পর্শে সব কিছু নীল হয়?'
তুমি মৃদু হেসে বললে,
'তুমি বুঝি নীল হচ্ছো?'
যদি হয় তবে!
তুমি বললে, 'তাহলে তুমি ভালোবাসা বুঝোইনা
কিছু বিষাদ নাও, তবেই ভালোবাসা পরিপূর্ণ হবে।'
আমি বললাম, 'আমি তোমায় ছাড়া
কিছুই ভাবতে পারি না অনু।'
অতঃপর আমায় জড়িয়ে ধরে
তুমি বললে,'আমি তোমারি থাকবো,
যদি তুমি আমায় তোমার হৃদয়ে ঠাই দাও।'
তখন তুমি তোমার যুগল ঠোঁটে ঠোঁট রেখে , যুগল চোখে চোখ রেখে, যুগল হাতে হাত রেখে আমায় বন্ধী করেছিলে।
তাই দেখে হয়তো মেঘেরাও লজ্জা পেয়েছিল
তাই বোধ হয় সে আর বাতাসের ওপর ভর করে থাকতে পারেনি।
গলে গেলো প্রেমের স্পর্শে, আকাশকে নীল করে-
ছোঁতে চাইলো তোমায় বৃষ্টির ছলে।
সহসা বৃষ্টি থমকে দাঁড়ালো,
থমকে দাঁড়ালো আমাদের প্রেম।
না, তা বললে ভুল হবে তোমার কাছে তো প্রেম অনুভব করার বিষয়।
হয়তো আজও সে আছে তোমাতে আমাতে।
অথচ দেখো, আজ তুমি আর আমি শত আলোক বর্ষ দূরে।
ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক,
তুমি আজ দূরে,বহু দূরে...
অতঃপর আমি, আর অদৃশ্য তুমি, অর্থাৎ তোমার ছায়া।
অতঃপর কবিতা।
অদৃশ্য তুমি আর কবিতারাই বুঝি ভালোবাসা ছিল।
হয়তো তুমি কবিতাদের কথা-ই বলেছিলে
তারপর হারিয়ে গেলে কবিতাদের ভিড়ে।
যতদিন যাচ্ছে ততো তোমায় ভেবে কবিতা জন্ম নিচ্ছে।
প্রেমের নব প্রজন্ম কবিতা!
প্রতিটি সিগারেট পুড়িয়ে জন্ম হয় এক একটি কবিতা।
শুধু তোমায় ভেবে তারা আজও জেগে আছে,
তারা আজও কথা কয় তোমার হয়ে
এর সাথে আমিও আরেকবার নীল হয়।
১৪/২/১৭ইং
চট্টগ্রাম।
উৎসর্গ : সুদীপ তন্তুবায় নীল ও অনুরাধা অনু।(ভারত)
আমি তুমি অতঃপর বৃষ্টি..
আমাদের মধ্যে ছিল অনেকটাই মিল।
অতঃপর কিছু দুষ্টু জল
তোমার ঠোঁটে ঠোঁট ঠেকে অবিরাম ঝরছিল
ঐ বৃষ্টির জল আমি কুড়িয়ে ছিলাম।
বলেছিলাম, 'অনু দেখো জলটা কত্ত নীল!'
তুমি বললে, 'নীল,তুমি সত্যিই বোকা
ওটা নীল জলের অনু!'
আমি বললাম,
'ওটা তোমার প্রেমের স্পর্শে নীল হয়েছে
তোমার স্পর্শে সব কিছু নীল হয়?'
তুমি মৃদু হেসে বললে,
'তুমি বুঝি নীল হচ্ছো?'
যদি হয় তবে!
তুমি বললে, 'তাহলে তুমি ভালোবাসা বুঝোইনা
কিছু বিষাদ নাও, তবেই ভালোবাসা পরিপূর্ণ হবে।'
আমি বললাম, 'আমি তোমায় ছাড়া
কিছুই ভাবতে পারি না অনু।'
অতঃপর আমায় জড়িয়ে ধরে
তুমি বললে,'আমি তোমারি থাকবো,
যদি তুমি আমায় তোমার হৃদয়ে ঠাই দাও।'
তখন তুমি তোমার যুগল ঠোঁটে ঠোঁট রেখে , যুগল চোখে চোখ রেখে, যুগল হাতে হাত রেখে আমায় বন্ধী করেছিলে।
তাই দেখে হয়তো মেঘেরাও লজ্জা পেয়েছিল
তাই বোধ হয় সে আর বাতাসের ওপর ভর করে থাকতে পারেনি।
গলে গেলো প্রেমের স্পর্শে, আকাশকে নীল করে-
ছোঁতে চাইলো তোমায় বৃষ্টির ছলে।
সহসা বৃষ্টি থমকে দাঁড়ালো,
থমকে দাঁড়ালো আমাদের প্রেম।
না, তা বললে ভুল হবে তোমার কাছে তো প্রেম অনুভব করার বিষয়।
হয়তো আজও সে আছে তোমাতে আমাতে।
অথচ দেখো, আজ তুমি আর আমি শত আলোক বর্ষ দূরে।
ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক,
তুমি আজ দূরে,বহু দূরে...
অতঃপর আমি, আর অদৃশ্য তুমি, অর্থাৎ তোমার ছায়া।
অতঃপর কবিতা।
অদৃশ্য তুমি আর কবিতারাই বুঝি ভালোবাসা ছিল।
হয়তো তুমি কবিতাদের কথা-ই বলেছিলে
তারপর হারিয়ে গেলে কবিতাদের ভিড়ে।
যতদিন যাচ্ছে ততো তোমায় ভেবে কবিতা জন্ম নিচ্ছে।
প্রেমের নব প্রজন্ম কবিতা!
প্রতিটি সিগারেট পুড়িয়ে জন্ম হয় এক একটি কবিতা।
শুধু তোমায় ভেবে তারা আজও জেগে আছে,
তারা আজও কথা কয় তোমার হয়ে
এর সাথে আমিও আরেকবার নীল হয়।
১৪/২/১৭ইং
চট্টগ্রাম।
উৎসর্গ : সুদীপ তন্তুবায় নীল ও অনুরাধা অনু।(ভারত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৫/১২/২০১৭অনেক সুন্দর।
-
আবুল খায়ের ১৫/১২/২০১৭nice