ঝরা ফুল
শেফালী কিংবা বকুলের সুগন্ধিতলায় বসে
এক তৃষিত হৃদয় নীরবে মনে মনে জপে,
ভালবাসা থরে থরে ঝরে পড়ুক, ঝরে পড়ুক!
আমি সে ঝরে পড়ার শব্দ শুনি আর ভাবি
বকুল আর শেফালীর নীরবে ঝরা সার্থক হবে,
যদি তারা ঠাঁই পায় সেই ধ্যানমগ্ন ঋষির
কম্পমান করতলে, অথবা কোন ভক্তের
প্রসারিত অঞ্জলিতে, অথবা কোন মন উচাটন
প্রেমিকার পরম যতনে বিছানো আঁচলে, তা সে
ফুল দিয়ে কোন মালা গাঁথা হোক বা না হোক!
ঢাকা
০৩ আগস্ট ২০১৪
এক তৃষিত হৃদয় নীরবে মনে মনে জপে,
ভালবাসা থরে থরে ঝরে পড়ুক, ঝরে পড়ুক!
আমি সে ঝরে পড়ার শব্দ শুনি আর ভাবি
বকুল আর শেফালীর নীরবে ঝরা সার্থক হবে,
যদি তারা ঠাঁই পায় সেই ধ্যানমগ্ন ঋষির
কম্পমান করতলে, অথবা কোন ভক্তের
প্রসারিত অঞ্জলিতে, অথবা কোন মন উচাটন
প্রেমিকার পরম যতনে বিছানো আঁচলে, তা সে
ফুল দিয়ে কোন মালা গাঁথা হোক বা না হোক!
ঢাকা
০৩ আগস্ট ২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশরাফুল হক মহিন ১১/১১/২০২১অসাধারণ
-
অভিজিৎ হালদার ০৭/১১/২০২১ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১১/২০২১ভালো লাগলো।
-
ফয়জুল মহী ০৫/১১/২০২১বেশ ভালো লাগলে পাঠে
ভালোবাসা রইল একরাশ প্রিয়জন।