আকাশে কালো মেঘ
আকাশে কালো মেঘ,
আঁধারে ঢেকে আছে চারিদিক,
থমথমে ভাব, শুনশান নীরবতা।
দু'জোড়া রেললাইন সমান্তরালভাবে শুয়ে আছে,
যেমন অভিমানী মানব মানবী মাঝে মাঝে শুয়ে থাকে।
যখন হায়, প্রগল্ভ আলাপচারিতা অভিমানে নীরব হয়ে যায়!
সব মেঘে বর্ষা আসে না।
এ মেঘেও আসবে কিনা, জানিনা!
আকাশের মেঘ কেন আমার চোখে আলো এনে দেয়?
কালো মেঘগুলোকে কেন তোমার চোখের কাজল মনে হয়?
মেঘ দেখলেই কেন বিশুদ্ধ সঙ্গীতের মূর্ছনা কানে বেজে ওঠে?
পাথর বুকে ধরা বিরহী রেললাইনগুলো কেন চোখে ভেসে ওঠে?
ঢাকা
১৭ জুন ২০১৪
আঁধারে ঢেকে আছে চারিদিক,
থমথমে ভাব, শুনশান নীরবতা।
দু'জোড়া রেললাইন সমান্তরালভাবে শুয়ে আছে,
যেমন অভিমানী মানব মানবী মাঝে মাঝে শুয়ে থাকে।
যখন হায়, প্রগল্ভ আলাপচারিতা অভিমানে নীরব হয়ে যায়!
সব মেঘে বর্ষা আসে না।
এ মেঘেও আসবে কিনা, জানিনা!
আকাশের মেঘ কেন আমার চোখে আলো এনে দেয়?
কালো মেঘগুলোকে কেন তোমার চোখের কাজল মনে হয়?
মেঘ দেখলেই কেন বিশুদ্ধ সঙ্গীতের মূর্ছনা কানে বেজে ওঠে?
পাথর বুকে ধরা বিরহী রেললাইনগুলো কেন চোখে ভেসে ওঠে?
ঢাকা
১৭ জুন ২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/১০/২০২১অনিন্দ্য সুন্দর কথামালা , একরাশ মুগ্ধতা ।
-
সাইদুর রহমান ২৭/১০/২০২১চমৎকার।
-
অভিজিৎ হালদার ২৭/১০/২০২১সুন্দর প্রেমের সম্পর্ক
-
আলমগীর সরকার লিটন ২৭/১০/২০২১বেশ প্রতিবাদী মনো ভাব প্রকাশ কবি দা
-
মাহতাব বাঙ্গালী ২৭/১০/২০২১মনে হলো আর্তনাদী জীবন । ভালোই লিখেছেন প্রিয়কবি সতত