www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার বুকে তোমার বসত

আমি ডাকলেই তুমি সাড়া দাও, কখনো দ্রুত,
কখনো কিছুটা বিলম্বে হলেও, পরে বুঝতে পারি,
সে সময়টাই ছিল উপযুক্ত। এমন ভাবে সাড়া দাও,
যেন চোখের আড়ালেই ছিলে, শুধু ডাকের অপেক্ষায়।
সাড়া পাই তবে কায়া দেখি না, কারণ তুমি কায়াহীন।
আমি তো এতদিনে বিলক্ষণ বুঝে গেছি,
অদৃশ্য কার কাছে চাইতে হয়, তার কায়া না দেখেও!


তোমাকে ছিলাম ভুলে বহুদিন, মতিভ্রমে, নয়তো
অধিক সুখে, কিন্তু তুমি আমাকে ভুলোনি কখনো।
ভ্রান্তিতে পতিত হয়ে যখনই দিশে ফিরে পেয়েছি,
তোমাকে দ্রুত ডেকেছি; তুমি ঠিকই সাড়া দিয়েছো।
তোমার ঐশী বাণী আমায় যে পথ দেখিয়েছে,
সে পথ ধরে আমি ফিরে এসেছি আমার আপন ঘরে,
যেখানে তুমিও বসত করো শ্বাস প্রশ্বাসের স্পন্দনে।


এখন চোখের জ্যোতি যখন ক্ষীণ হয়ে আসছে,
আমার দেখার পরিধি ক্রমশঃ তত বেড়ে যাচ্ছে।
আমি তোমাকে দেখতে পাই বাতাসে, বৃষ্টিতে,
ভাসমান মেঘে, সদ্যজাত শিশুর স্বর্গীয় হাসিতে,
নিশ্চিন্ত পাখির উড়ন্ত ডানায়, শারদীয় জ্যোৎস্নায়
নির্বাক পাহাড় চূড়ায়, নিরুচ্চার প্রেমিকের আর্তিতে,
আর বহু আলোকবর্ষ দূর থেকে আসা আলোর আভাসে।


ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • ফয়জুল মহী ২৩/১০/২০২১
    মাধুর্যমণ্ডিত রচনায় অফুরন্ত মুগ্ধতা।
  • শ.ম. শহীদ ২৩/১০/২০২১
    অনবদ্য!
    আন্তরিক শুভেচ্ছা রইলো সম্মানিত কবির জন্য।
    • খায়রুল আহসান ২৩/১০/২০২১
      অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এ প্রশংসা এবং শুভেচ্ছার জন্য।
      আপনার জন্যেও শুভকামনা! ভাকো থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে।
  • অভিজিৎ হালদার ২৩/১০/২০২১
    ভালো অনুভব
 
Quantcast