দিগন্তরেখায়
প্রতিদিন অভ্যেসবশতঃ সকাল সন্ধ্যায়,
দখিনের জানালা দিয়ে দৃষ্টি চলে যায়
দূর দিগন্তে। ইমারত আর গাছপালার উপর দিয়ে
দৃষ্টিটা প্রসারিত হয়ে থিতু হয় আকাশের দিগন্তরেখায়।
সেই সিলুয়েটে (silhouette) আমি দেখতে পাই
নানা আকৃতির অবয়ব; কখনো কল্পনায় অনুভব করি
কোন অশরীরী সত্তাকে। প্রত্যুষে আর সাঁঝের বেলায় শুনি
এক অশ্রুত কন্ঠস্বর, যে আমায় বারে বারে দিয়ে যায় বরাভয়,
‘যতদিন তুমি খুঁজবে আমায় এ দিগন্তরেখায়, বা অন্য কোথাও,
তোমার কোন ভয় নেই’। মনের গহীনে এক ভীতু মানুষ আমি,
তাই তাকেই আমি প্রতিদিন খুঁজে ফিরি নিত্য সকাল সন্ধ্যায়,
সেই আবছায়ায়, সেই চিরচেনা, অস্পষ্ট, ধূসর দিগন্তরেখায়!
ঢাকা
১২ জুন ২০২১
দখিনের জানালা দিয়ে দৃষ্টি চলে যায়
দূর দিগন্তে। ইমারত আর গাছপালার উপর দিয়ে
দৃষ্টিটা প্রসারিত হয়ে থিতু হয় আকাশের দিগন্তরেখায়।
সেই সিলুয়েটে (silhouette) আমি দেখতে পাই
নানা আকৃতির অবয়ব; কখনো কল্পনায় অনুভব করি
কোন অশরীরী সত্তাকে। প্রত্যুষে আর সাঁঝের বেলায় শুনি
এক অশ্রুত কন্ঠস্বর, যে আমায় বারে বারে দিয়ে যায় বরাভয়,
‘যতদিন তুমি খুঁজবে আমায় এ দিগন্তরেখায়, বা অন্য কোথাও,
তোমার কোন ভয় নেই’। মনের গহীনে এক ভীতু মানুষ আমি,
তাই তাকেই আমি প্রতিদিন খুঁজে ফিরি নিত্য সকাল সন্ধ্যায়,
সেই আবছায়ায়, সেই চিরচেনা, অস্পষ্ট, ধূসর দিগন্তরেখায়!
ঢাকা
১২ জুন ২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৪/০৬/২০২১অসাধারণ