সোনার ময়না পাখি
উদাসী এক পল্লী গায়ক গেয়ে চলেছিল
একে একে তার কন্ঠে যত গান ছিল।
শুরুতে নিজের জন্যই সে আনমনে গায়,
নিজের সুরে নিজেই সে মোহিত হয়ে যায়!
তারপর ধীরে ধীরে সে আরও গান ধরে,
কন্ঠ ছেড়ে, জানা যত গান এক এক করে!
তার গান শুনে মুগ্ধ হয়ে কিছু পাখির দল
থামিয়ে দিয়েছিল তাদের নিজ কোলাহল।
সে গেয়ে চলেছিল নিরন্তর বুঁজে তার আঁখি,
দরদী কন্ঠে, ‘আমার সোনার ময়না পাখি’!
পাখিকূল সে গানের মর্ম নির্ঘাৎ বুঝেছিল,
তাই গান শেষে সব পাখি উড়াল দিয়েছিল!
ঢাকা
০৩ জুলাই ২০২০
একে একে তার কন্ঠে যত গান ছিল।
শুরুতে নিজের জন্যই সে আনমনে গায়,
নিজের সুরে নিজেই সে মোহিত হয়ে যায়!
তারপর ধীরে ধীরে সে আরও গান ধরে,
কন্ঠ ছেড়ে, জানা যত গান এক এক করে!
তার গান শুনে মুগ্ধ হয়ে কিছু পাখির দল
থামিয়ে দিয়েছিল তাদের নিজ কোলাহল।
সে গেয়ে চলেছিল নিরন্তর বুঁজে তার আঁখি,
দরদী কন্ঠে, ‘আমার সোনার ময়না পাখি’!
পাখিকূল সে গানের মর্ম নির্ঘাৎ বুঝেছিল,
তাই গান শেষে সব পাখি উড়াল দিয়েছিল!
ঢাকা
০৩ জুলাই ২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ১৩/০৬/২০২১সুন্দর প্রকাশ
-
মাহতাব বাঙ্গালী ১৩/০৬/২০২১সুন্দর লিখেছেন; উপভোগ্য ভাবখানা
-
আলমগীর সরকার লিটন ১৩/০৬/২০২১বাহ বেশ ছন্দময় কবি দা
-
অনিমেষ চক্রবর্তী ১৩/০৬/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ১২/০৬/২০২১দারুণ অনুভূতির প্রকাশ,
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৬/২০২১ভালো হয়েছে।