অবনী আমি যে ডাস্টবিনের মতো
অবনী, অন্তত একবার ডাস্টবিনের খবর নিও।
আমি যে ডাস্টবিনের মতো!
আমার মা সংখ্যা মাত্র, আমার বাবা সংখ্যা মাত্র
আমার ভাই সংখ্যা মাত্র
আমার দেশ, আমার জীবন ও আমার তুমি
শুধুই সংখ্যা মাত্র।
আর আমি…?
ডাস্টবিনের মতো!
উত্তরবঙ্গ হতে হানিমুন, মসজিদ থেকে পতিতালয়
বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং এই নগরী…
যত্তসব কথা থাক, থাক্ তা ময়মনসিংহ।
সবচেয়ে কাছে; এলেঙ্গার বাসে যখন খাগড়াছড়ি।
রাত বাড়ছে, শীতেলা রাত। জহির রায়হানের সেই রাত।
ডান-বাম।
পাঠান রাজ।
খাঁ-বাড়ি।
একটা স্বপ্নের চাঁদনী রাত। সংখ্যা মাত্র এক।
আমি যে ডাস্টবিনের মতো!
আমার মা সংখ্যা মাত্র, আমার বাবা সংখ্যা মাত্র
আমার ভাই সংখ্যা মাত্র
আমার দেশ, আমার জীবন ও আমার তুমি
শুধুই সংখ্যা মাত্র।
আর আমি…?
ডাস্টবিনের মতো!
উত্তরবঙ্গ হতে হানিমুন, মসজিদ থেকে পতিতালয়
বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং এই নগরী…
যত্তসব কথা থাক, থাক্ তা ময়মনসিংহ।
সবচেয়ে কাছে; এলেঙ্গার বাসে যখন খাগড়াছড়ি।
রাত বাড়ছে, শীতেলা রাত। জহির রায়হানের সেই রাত।
ডান-বাম।
পাঠান রাজ।
খাঁ-বাড়ি।
একটা স্বপ্নের চাঁদনী রাত। সংখ্যা মাত্র এক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৫/০১/২০২১অনন্য লেখনশৈলী
-
আলমগীর সরকার লিটন ২৩/০১/২০২১সুন্দর ভাবনার প্রকাশ
-
সাইয়িদ রফিকুল হক ২১/০১/২০২১বাঃ, বেশ!
-
ফয়জুল মহী ২১/০১/২০২১বাহ্ খুব সুন্দর কথা l