www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মকথন

ক্রমশ তালিয়ে যাওয়া এই নিগুঢ় রাতের নিস্তব্ধতায় কেউএকজন জেগে থাকে
আর দীর্ঘশ্বাসে লবণজল মিশিয়ে আমাকে পোড়ায়!
তুমি কি শুনতে পাও তার দীর্ঘদীর্ঘ শ্বাসপ্রশ্বাস?
পাও না!
আমি শুনতে পাই।
আমি ভেসে যাই তার দীর্ঘশ্বাসে, নোনাজলে...

২।
ধর্মগুরুদের মুখে মুখে কতো শুনেছি-
'রাত ঘন হলে ঘুমন্ত মানুষদের আত্মা ঈশ্বরের সাক্ষাতে স্বর্গভ্রমণে উড়াল দেয়'
আমার আত্মা ঈশ্বরের সাক্ষাতে যেতে পারেনা

আমি জেগে জেগে দীর্ঘশ্বাস গুনি আর রাতপাহারা দিই...

রাতপাহারা দেওয়াই বোধহয় আমার শাস্তি!

৩।
ইদানীং বেশ হালকা ভাবো নিজেকে, পৃথিবীকেও পরিমাপ করো একি মানদণ্ডে
তাই প্রগাঢ় কালোমেঘেও দেখো রোদের ছলনা

অতল শূন্যতায় ডুবে যাচ্ছে দশদিক
তুমুল ভারহীনতা গোগ্রাসে নিতে চাইছে
তোমাকে
আমাকে

দেখো, দেখো, ক্রমশঃ দুনিয়াটা দূরে দূরে সরে যাচ্ছে
আমার থেকে
আমাদের থেকে....

_________________
মধ্যরাতের প্রলাপ
ডিসেম্বর ২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast