www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলার তালত্রিপাল (কয়েকটি দৃশ্যচিত্র)

তিন একে তিন
তিন দুগুণে ছয়...

আগুন নামতা শেখাচ্ছে সবুজ দুনিয়াকে
আর
খড়েরগাদা পাঠ করছে 'কাদিরিমন্ত্র'-

(আমরা আগুনের চাইতেও শক্তিশালী!'
আমরা আগুনের চাইতেও শক্তিশালী!)


করোনার গোগ্রাস আগুন সদৃশ গ্রাস করছে পৃথিবীর আকাশ
ক্রমাগত
লালঘণ্টা বাজিয়ে সতর্কগদ্য পাঠ করছে who।
অথচ
বহুমাত্রিক বোধে বিভক্ত হয়ে আমরা দেখছি...শুনছি... লিখছি
এবং
সেলফিসেশন করছি
আর আমাদের নেতাগণ করছেন গলাবাজি

মাননীয় বোকাচু*গণ কি জানেন না 'আগুন গলাবাজি দুচে না!?

____________

দৃশ্যচিত্র-১

অদৃশ্য ঘোড়াচড়ে হাটেমাঠে মিছিল করছে বিবর্ণ মৃত্যু
সতর্ক সংকেত আর উৎকণ্ঠা টগবগ করছে পৃথিবীর চোখেমুখে
আর
বাংলার বৃদ্ধা ফ্যাকাসে মুখে অন্ন কুড়চ্ছেন পথেপথে
দেখে
কান টেনে লাঠিপেটা এবং ফটোসেশন করতে করতে কানুন শেখাচ্ছে একদল বানর!
তারা জানে না, ক্ষুধার্ত পেট অদৃশ্য মৃত্যু ভয়ে চুপ থাকে না।

দৃশ্যচিত্র-২

রাস্ট্র প্রধান বক্তৃতা দিয়েছেন- লকডাউন! ঘরে থাকুন!
'ঘরেঘরে অন্নজল দেওয়া হবে'
তবুও বৃদ্ধার চোখেমুখে মৃত্যুভয় নেই
বৃদ্ধা বলেছেন,
'আমরা করোনায় মরবো না! আমরা মরবো না খেয়ে!'

এই লজ্জা রাস্ট্রের!
এই ব্যর্থতা আমাদের!

দৃশ্যচিত্র-৩

একদেশ অপদার্থ বানরের হাতে রিমোট কন্ট্রোল দিয়ে
বসে আছে টিভিসেটের সামনে
আর
বানরামির দৃশ্যচিত্র দেখে দেখে ন্যাকা বাক্য আওড়াচ্ছে-
'এই লজ্জা রাস্ট্রের, এই ব্যর্থতা আমাদের!'

প্রিয় আমড়াকাঠের ঢেকি, তুমি কি পারো না(?) বানরি চিত্রাদি কিংবা ব্যর্থতা মুছে মুছে
সুনীল আকাশ আঁকতে
রামধনু আঁকতে
সোনার বাংলা আঁকতে!
এসো প্রিয়...শান্তি আঁকি, সোনার বাংলা আঁকি....

_______
মার্চ ২০২০
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast