একটি স্মৃতিবহ রাত
অনেক দিন পূর্বে....
এক রোদ্র উজ্জল দিবসের শেষে
চিরায়ত আবেশে,
আলোর অহংকার করে চুরমার
প্রকৃতি জুড়ে নামল আধার;
ক্রমান্বয়ে কালিমার আস্তরণে ঢাকা পড়ল সংসার।
তারপর,
নিশার আগম বার্তা রটল,
সন্ধ্যা তারা জ্বলে উঠল।
আধারের বুকে নিজেদের রাজত্ব;
কায়েম করতে জোনাকিরা হলো মত্ত।
সেই নিশিতে.....
অজস্র তারার সাথে
মোরাও সামিল হয়েছিলাম তোমাদের আঙিনায়,
রাতের নিরবতায় ছোট ছোট কথায়
মেতে উঠেছিলাম আড্ডায়।
তারপর,
বেলা বয়ে গেল
রাত গভীর হল,
স্মৃতিপটে অজস্র স্মৃতিরেখা একে
আড্ডাটা অসমাপ্ত রেখে
যে যার মতো বিদায় নিল।
১৫ এপ্রিল, ২০১৫।
এক রোদ্র উজ্জল দিবসের শেষে
চিরায়ত আবেশে,
আলোর অহংকার করে চুরমার
প্রকৃতি জুড়ে নামল আধার;
ক্রমান্বয়ে কালিমার আস্তরণে ঢাকা পড়ল সংসার।
তারপর,
নিশার আগম বার্তা রটল,
সন্ধ্যা তারা জ্বলে উঠল।
আধারের বুকে নিজেদের রাজত্ব;
কায়েম করতে জোনাকিরা হলো মত্ত।
সেই নিশিতে.....
অজস্র তারার সাথে
মোরাও সামিল হয়েছিলাম তোমাদের আঙিনায়,
রাতের নিরবতায় ছোট ছোট কথায়
মেতে উঠেছিলাম আড্ডায়।
তারপর,
বেলা বয়ে গেল
রাত গভীর হল,
স্মৃতিপটে অজস্র স্মৃতিরেখা একে
আড্ডাটা অসমাপ্ত রেখে
যে যার মতো বিদায় নিল।
১৫ এপ্রিল, ২০১৫।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঝর ১৮/০৩/২০১৬সুন্দরতো
-
মোঃ মুলুক আহমেদ ২০/১২/২০১৫ভালো।
-
আজিজুল হক ওয়াসিম ১৩/১২/২০১৫সুন্দর
-
ইসরাত রিতুল ০৯/১২/২০১৫সুন্দর।
-
নির্ঝর ০৮/১২/২০১৫দারুন তো!
-
অভিষেক মিত্র ০৮/১২/২০১৫চমৎকার।
-
নাসিফ আমের চৌধুরী ০৮/১২/২০১৫সুন্দর।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৮/১২/২০১৫অনেক সুন্দর
-
এস, এম, আরশাদ ইমাম ০৮/১২/২০১৫কবিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। টুকটুকে একটি কবিতা, যা শেষে একটা দুঃখের বাতাবরণ তৈরি করে গেল। ভালো লেগেছে।