জানো না শুধু তুমি
শান্ত ভোর,
ক্লান্ত দুপুর,
জানে ওরা সবাই জানে;
আমার এ মন
শুধু সারাক্ষণ
থাকে চেয়ে কার পানে।
জানে আকাশ
জানে বাতাশ
জাননো না শুধু তুমি;
তোমার জন্য
হয়েছি বন্য
দিশা হারা এই আমি।
০৮ জুলাই ২০১৫ ইং,
বড়লেখা, মৌলভীবাজার।
ক্লান্ত দুপুর,
জানে ওরা সবাই জানে;
আমার এ মন
শুধু সারাক্ষণ
থাকে চেয়ে কার পানে।
জানে আকাশ
জানে বাতাশ
জাননো না শুধু তুমি;
তোমার জন্য
হয়েছি বন্য
দিশা হারা এই আমি।
০৮ জুলাই ২০১৫ ইং,
বড়লেখা, মৌলভীবাজার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলী একান্ত ১২/১২/২০১৫অসাধারন !
-
অভিষেক মিত্র ০৫/১২/২০১৫সুন্দর।
-
মোহাম্মদ আয়নাল হক ০৫/১২/২০১৫সুন্দর ক্লান্ত দুপুর শেষে সবাইমিলে থাকে চেয়ে কার প্রাণে