ভালবাসার ফল
বেবাক নিশিতে,
ধরিত্রী ঢাকা পড়ে কালিমার আস্তরনে....
শ্রান্ত সংসার রজনীকে স্বাগত জানিয়ে,
কালিক কালের অভিপ্রায়ে ব্যস্ততা ভূলে গিয়ে,
বিশ্রাম নেয় সহস্র নক্ষত্রের পাহারায়;
জেগে থাকি আমি নিদ্রাহীন রাত জাগা পাখিদের ন্যায়;
বারবার অকারণে.....
স্মৃতিপটে ভেসে উঠে তোমার আলীক চিত্র;
মায়াবী হাসি,
বেদনা বাড়ে রাশি রাশি,
ক্রমান্বয়ে মেঘাছন্ন হয় চিত্তের আকাশ, ছলছল করে নেত্র।
স্বীয় গতিতে বেড়ে চলে রাত্রের প্রসারতা,
বাড়ে বেদনার প্রবণতা।
অতঃপর, ক্ষপার অন্তিম ক্ষণে সন্তপনে ঝরে পড়ে কয়েক ফোটা জল,
হয়তবা এটাই নিস্বার্থ ভালবাসার ফল।
রচনকাল:
২০/০৩/১৫ইং, মধ্যরাত;
বড়লেখা, মৌলভীবাজার।
ধরিত্রী ঢাকা পড়ে কালিমার আস্তরনে....
শ্রান্ত সংসার রজনীকে স্বাগত জানিয়ে,
কালিক কালের অভিপ্রায়ে ব্যস্ততা ভূলে গিয়ে,
বিশ্রাম নেয় সহস্র নক্ষত্রের পাহারায়;
জেগে থাকি আমি নিদ্রাহীন রাত জাগা পাখিদের ন্যায়;
বারবার অকারণে.....
স্মৃতিপটে ভেসে উঠে তোমার আলীক চিত্র;
মায়াবী হাসি,
বেদনা বাড়ে রাশি রাশি,
ক্রমান্বয়ে মেঘাছন্ন হয় চিত্তের আকাশ, ছলছল করে নেত্র।
স্বীয় গতিতে বেড়ে চলে রাত্রের প্রসারতা,
বাড়ে বেদনার প্রবণতা।
অতঃপর, ক্ষপার অন্তিম ক্ষণে সন্তপনে ঝরে পড়ে কয়েক ফোটা জল,
হয়তবা এটাই নিস্বার্থ ভালবাসার ফল।
রচনকাল:
২০/০৩/১৫ইং, মধ্যরাত;
বড়লেখা, মৌলভীবাজার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ০৭/১২/২০১৫কখনো কখনো সত্য। ফল অনেক রকমই হয়। তবে ১ম ভালোবাসার ক্ষেত্রে বিপর্যয়টা বেশী হয়।
-
নাসিফ আমের চৌধুরী ০৪/১২/২০১৫ভাল লাগল
-
মীনাক্ষী দেবশর্মা ০৪/১২/২০১৫সুন্দর লিখেছেন । শুভেচ্ছা রইলো ।
-
নির্ঝর ০৪/১২/২০১৫সুন্দর লেখনি।
-
এস, এম, আরশাদ ইমাম ০৩/১২/২০১৫মধ্যরাতের অশ্রুজল। মন বড়ই বিহ্বল।
ভালো থাকুন কবি। অনেক ভালো। -
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৩/১২/২০১৫কালিক মানে বুঝলাম না।