www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্রাম চাই

সেদিন কর্কশ কণ্ঠে সময় বলল আমায়-
"ঢের হয়েছে! এবার সিদ্ধান্ত নিতে হবে তোমায়।
হয় নিজেকে সুখি করে নাও;
না হয় স্বজনদের তরে নিজের সুখ বিসর্জন দাও।"
সেদিন স্বেচ্ছায় ইচ্ছেকে হত্যা করে চিত্তে তার চিতা দিলাম;
তারপর রহস্যময় এক পৃথিবীর সদস্য হলাম।
যেখানে নিত্য অভিনয় করে বেচে থাকতে হয়; হাসির আড়ালে কষ্ট লুকিয়ে সুখে থাকার অভিনয়।
ক্রমান্বয়ে সেই পৃথিবীর নীতির সাথে নিজেকে মানিয়ে নিলাম; কষ্ট লুকিয়ে হাসতে শিখলাম।
সেই শুরু.....
অভিনয় করতে করতে এখন নিজেকে বড্ড ক্লান্ত মনে হয়; এবার আত্মা বিশ্রাম চায়।
অনন্ত কালের বিশ্রাম...!


রচন-কালঃ
২৫/০৫/২০১৫ইং; রাত,
বড়লেখা, মৌলভীবাজার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast