ল্যুনেটিক ঘুড়ি এবং
ল্যুনেটিক ঘুড়ি কিংবা প্রেমিক
_______________________
চোখ দুটো বোবাসুরে ডাকে তাই চেয়ে থাকি অপলক
চোখ দুটো উড়ায় তাই উড়ি-
প্রজাপতি
প্রজাপতি
তোমার হাতে নাটাই, আমি সুতোয় বাঁধা ঘুড়ি।
১.২
মানুষ প্রেমে পড়লে ল্যুনেটিক ঘুড়ি হয়ে যায়
মানুষ প্রেমে পড়লে নরম প্রজাপতি হয়ে যায়
আর
তাই অজ্ঞাতসারে নিজেকে ভুলে লাটাইছাড়া ঘুড়ি হয়ে উড়ছি...
একযুগ-
ভাঙ্গাডানার প্রজাপতি সদৃশ পড়ে আছি জাগতিক কফিনে!
ভূয়োদর্শী
____________
মাউথঅর্গান বাজিয়ে দুপুররাতের নিস্তব্ধতা খুন করছে
বোকা প্রেমিকপোকা
প্রেমিকাপোকা তখন আগামী আঁকছে আগন্তুক একবুকে!
কাঁপছে ঝিঁঝিঘর
গোপন প্রণয়ে!
২.২
কিশোরী গন্ধ মুছে যেতে না যেতেই বালিকারা শিখে ফেলে সভ্যতার ভাষা
জগৎসংসার!
উষ্কখুষ্ক চুলের মাতাল চোখে
তারা আর আনমনে অপ্রকৃতস্থ স্বপ্ন দেখে না
কিশোরগন্ধ মুছে যাওয়া আগে তুমিও সভ্যতার ভাষা শিখো, হে বালক
সিরিয়াস হও
মুখস্থ করো সংসার ধর্ম
_______________________
চোখ দুটো বোবাসুরে ডাকে তাই চেয়ে থাকি অপলক
চোখ দুটো উড়ায় তাই উড়ি-
প্রজাপতি
প্রজাপতি
তোমার হাতে নাটাই, আমি সুতোয় বাঁধা ঘুড়ি।
১.২
মানুষ প্রেমে পড়লে ল্যুনেটিক ঘুড়ি হয়ে যায়
মানুষ প্রেমে পড়লে নরম প্রজাপতি হয়ে যায়
আর
তাই অজ্ঞাতসারে নিজেকে ভুলে লাটাইছাড়া ঘুড়ি হয়ে উড়ছি...
একযুগ-
ভাঙ্গাডানার প্রজাপতি সদৃশ পড়ে আছি জাগতিক কফিনে!
ভূয়োদর্শী
____________
মাউথঅর্গান বাজিয়ে দুপুররাতের নিস্তব্ধতা খুন করছে
বোকা প্রেমিকপোকা
প্রেমিকাপোকা তখন আগামী আঁকছে আগন্তুক একবুকে!
কাঁপছে ঝিঁঝিঘর
গোপন প্রণয়ে!
২.২
কিশোরী গন্ধ মুছে যেতে না যেতেই বালিকারা শিখে ফেলে সভ্যতার ভাষা
জগৎসংসার!
উষ্কখুষ্ক চুলের মাতাল চোখে
তারা আর আনমনে অপ্রকৃতস্থ স্বপ্ন দেখে না
কিশোরগন্ধ মুছে যাওয়া আগে তুমিও সভ্যতার ভাষা শিখো, হে বালক
সিরিয়াস হও
মুখস্থ করো সংসার ধর্ম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অধীতি ২৯/০৩/২০২০বাহ
-
উন্মেষ ২৯/০৩/২০২০চমৎকার। পড়ে অন্য ধরনের ভালোবাসা জন্মায়।
-
ফয়জুল মহী ২৯/০৩/২০২০অনন্যসাধারণ লেখা.
-
পি পি আলী আকবর ২৯/০৩/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৩/২০২০extraordinary