মেঘের ছোবল
মেঘের ছোবল
কথা ছিল সর্বগ মেঘ পাঠাবে নীল খামে কোনো এক অজানা বৈশাখে
ঝিরিঝিরি বৃষ্টির সিম্ফনি স্নিগ্ধতার প্রলেপ প্রান্তর জুড়ে
অপেক্ষায় অপেক্ষায় আমি নতজানু বিন্ধ্যবা বিশ্বাসের পরাকাষ্ঠায়
সূর্যোদয় থেকে সূর্যাস্ত নিবিড় দৃষ্টি আঁকা আকাশের পথে
চাতকও চায় না বুঝি অমন পিপাসায়-
অবশেষে পড়ন্ত বিকেলে আকাশজোড়া নীল খাম
ভুবনজুড়ে তখন ফুল আর পাখির কাকলি
প্রজাপতির রঙিন পাখায় স্বপ্নদের নাচ
মেঘে মেঘে আতশবাজির কানামাছি।
পরান খুলতেই প্যান্ডোরার ঝাঁপির মতো হাওয়াদের লুটোপুটি,
অজস্র অশান্ত মেঘ, বৈরী বাতাস;
বুঝি নি দুরন্ত ঝড় ছিল, ছিল কালবৈশাখী বিশ্বাসের ভেতর-
নিমিষেই তছনছ খড়কুটোর বাসা, ফুলের কুঁড়ি
প্রজাপতির রঙিন পাখার আলপনা দলিত ঘাসের পিষ্ট মায়ায়।
দু’চোখ বর্ষার নদী হলো অজান্তেই, ভাসিয়ে নিল সব
বৃক্ষ বনানী পাহাড় চাঁদ তারা সপ্তডিঙার বেসাতি
খাঁ খাঁ মরুবুকে লোনাজলের উন্মাতাল ঢেউ,
অনন্তের ভেলায় একা লখিন্দরের শব;
ভাসানেও সুখ আছে বুঝেছি রিক্ত হয়ে জন্মের মতো;
নীল খামে মেঘ ছিল, ছিল মেঘের ছোবল।
কথা ছিল সর্বগ মেঘ পাঠাবে নীল খামে কোনো এক অজানা বৈশাখে
ঝিরিঝিরি বৃষ্টির সিম্ফনি স্নিগ্ধতার প্রলেপ প্রান্তর জুড়ে
অপেক্ষায় অপেক্ষায় আমি নতজানু বিন্ধ্যবা বিশ্বাসের পরাকাষ্ঠায়
সূর্যোদয় থেকে সূর্যাস্ত নিবিড় দৃষ্টি আঁকা আকাশের পথে
চাতকও চায় না বুঝি অমন পিপাসায়-
অবশেষে পড়ন্ত বিকেলে আকাশজোড়া নীল খাম
ভুবনজুড়ে তখন ফুল আর পাখির কাকলি
প্রজাপতির রঙিন পাখায় স্বপ্নদের নাচ
মেঘে মেঘে আতশবাজির কানামাছি।
পরান খুলতেই প্যান্ডোরার ঝাঁপির মতো হাওয়াদের লুটোপুটি,
অজস্র অশান্ত মেঘ, বৈরী বাতাস;
বুঝি নি দুরন্ত ঝড় ছিল, ছিল কালবৈশাখী বিশ্বাসের ভেতর-
নিমিষেই তছনছ খড়কুটোর বাসা, ফুলের কুঁড়ি
প্রজাপতির রঙিন পাখার আলপনা দলিত ঘাসের পিষ্ট মায়ায়।
দু’চোখ বর্ষার নদী হলো অজান্তেই, ভাসিয়ে নিল সব
বৃক্ষ বনানী পাহাড় চাঁদ তারা সপ্তডিঙার বেসাতি
খাঁ খাঁ মরুবুকে লোনাজলের উন্মাতাল ঢেউ,
অনন্তের ভেলায় একা লখিন্দরের শব;
ভাসানেও সুখ আছে বুঝেছি রিক্ত হয়ে জন্মের মতো;
নীল খামে মেঘ ছিল, ছিল মেঘের ছোবল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৪/২০১৮ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৪/২০১৮সুন্দর।