এক ভুলে থাকা কাহিনি
মৃত্যুর পরেও আমার চোখ খোলা ছিল
অভ্যাস হয়েছিল অপেক্ষা করার
যখন তোকে হৃদয় থেকে ভুলতে চেয়েছি
তখন আগের থেকেও বেশি মনে পড়েছে
এক ভুলে থাকা কাহিনি মনে পড়ে আমার যে
সে চলে যেতে এইদিন ও দেখেছি
রাত অশ্রু ঝড়িয়ে কাঁদছে
চাঁদ থেকে এখন বের হয় আগুন
চাঁদনি হৃদয় জ্বালিয়ে দেয় যে
সামনে দেখি আমার লক্ষ্য
কিন্তু পা আগানো মুসকিল
হে আচঁল তুই দে আমায় সাহারা
অশ্রু চোখে এলে নেই পান করে
হৃদয় কাঁদলে ঠোট যায় ছুয়ে
হে প্রেমি তোর অশ্রু দেখে
তার হাসি চলে আসে যে
এক ভুলে থাকা কাহিনি আবার মনে পড়লো যে।।।।।
অভ্যাস হয়েছিল অপেক্ষা করার
যখন তোকে হৃদয় থেকে ভুলতে চেয়েছি
তখন আগের থেকেও বেশি মনে পড়েছে
এক ভুলে থাকা কাহিনি মনে পড়ে আমার যে
সে চলে যেতে এইদিন ও দেখেছি
রাত অশ্রু ঝড়িয়ে কাঁদছে
চাঁদ থেকে এখন বের হয় আগুন
চাঁদনি হৃদয় জ্বালিয়ে দেয় যে
সামনে দেখি আমার লক্ষ্য
কিন্তু পা আগানো মুসকিল
হে আচঁল তুই দে আমায় সাহারা
অশ্রু চোখে এলে নেই পান করে
হৃদয় কাঁদলে ঠোট যায় ছুয়ে
হে প্রেমি তোর অশ্রু দেখে
তার হাসি চলে আসে যে
এক ভুলে থাকা কাহিনি আবার মনে পড়লো যে।।।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৬/০৮/২০১৭খুব সুন্দর
-
সমির প্রামাণিক ২৬/০৮/২০১৭বাহ! চমৎকার।