www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

১৯শে বৈশাখ

দিনটা ছিল ১৯শে বৈশাখ সকাল টা মিষ্টি রোদের ছোয়ায় শুরু মায়ের ডাকে দুই ভাইয়ের ঘুম ভাঙ্গল | তাদের নাম হচ্ছে শান্ত(১১) বড় ভাই আর রুদ্র(৯) ছোট | দুজনকে দেখলে মনে হয় এরা দুটি দেহে এক প্রাণ | দুই ভাই ঘুম থেকে উঠে নাস্তা সেরে  স্কুলে চলে গেল | রুদ্রর পরিক্ষা তাই তার ১২ টায় ছুটি হয়ে গেল শান্ত ও স্কুল পালিয়ে চলে এল | তার পর দুজন পুকুর পাড়ে চলে গেল খেলে করার জন্য | তখন দুপুর ২/৩ টা বাবা কাজ থেকে এসেছে দুপুরে খাওয়ার জন্য | দুই ভাইও বাবার সাথে খেতে বসল | তাদের ছোট্ট পরিবার মা বাবা আর দুই ভাই খুব সুখী পরিবার | তাদের এই সুখের আড়ালে আকাশে দূর্যোগের মেঘ ঘনিয়ে আসছে | তখন সময় ৪টা অথবা তার একটু বেশি দুই ভাই কদম গাছের ঢালে বসে কৃষ্ণ সেজে খেলা করছে | তখন হটাৎ ঝড়ো বাতাস আকাশে কাল বৈশাখীর মেঘ | দুই ভাই মাঠ থেকে তাদের গরুটা নিয়ে পুকুর পাড় দিয়ে দৌড়ে বাড়ি আসছে | হটাৎ বিকট শব্দ শান্ত পিছন না ফিরে চলে এল ঘরে | ঘরে এসে রুদ্রকে না দেখতে পেয়ে আবার পুকুর পাড়ের দিকে ছুটল | তখন দেখতে পেল কে যেন তার ভাইকে কোলে করে আনছে সে আতকে উঠল ছুট্টে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরল | রুদ্র কোন কথা বলছে না সুধু ব্যাথায় কাতরাচ্ছে তখন শান্ত বুঝতে পারল সেই শব্দটা ছিল এটা বড় গাছ মাঝ থেকে ভেঙ্গে পড়েছিল তার ভাইয়ের উপর | আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল রুদ্রর দেহ কখন যে তার মৃত্যু হলো কেউ বুঝতেই পারল না | শান্ত মানতেই চায় না তাকে ছেড়ে তার ভাই চলে গেছে | তার কাছে আর ফিরে আসবে না মনে হয় যেন তার পরাণটাই বেরিয়ে গেছে | সেই দিনটার কথা কখনো ভুলতে পারেনি শান্ত তার মন জুড়ে রয়েগেছে রুদ্রর স্মৃতি |
                       


 *********সমাপ্ত*********
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোনালিসা ২৬/০৮/২০১৭
    ভাল
  • অধীতি ২৬/০৮/২০১৭
    বেশ ভাল লাগল প্রিয়
  • ফয়জুল মহী ২৪/০৮/২০১৭
    বেশ উত্তম লেখা ভাল লাগল
  • ভাল লিখেছেন।নিয়মিত লিখলে আরো ভাল হবে বলে আশা রাখি।
  • সাঁঝের তারা ২৩/০৮/২০১৭
    ভালো
 
Quantcast