মা
মা তুমি আজ কত দূরে
থাকো এখন ঐ পারে,
এখন ও তোমায় মনে পড়ে
ভেবেছিলে তোমায় ভুলে গেছি,
খোকা আমার বড় হয়েছে
এই ভেবেই কি চলে গেলে ,
আমি তোমার ছোট্ট খোকা
মানুষের ভিড়ে বড়ই বোকা
বুঝিনা তাদের ছলচাতুরি,
এদের মাঝে আমি একা
কষ্ট বুকে রাখি চাপা
কেউতো আমায় ভালোবাসে না,
বলেছিলে আমি সোনা ছেল
তাহলে কেন চলে গেলে
আসনা মা আবার ফিরে
ঘুমাবো আমি তোমার কোলে
শরৎ কালে তোমার কোলে
ঘুমিয়ে ছিলাম অনেক আগে
এখন আর ঘুম আসে না
এক দিন মা আসবে ঘুম
তখন ঘুমাব চিরতরে।।
থাকো এখন ঐ পারে,
এখন ও তোমায় মনে পড়ে
ভেবেছিলে তোমায় ভুলে গেছি,
খোকা আমার বড় হয়েছে
এই ভেবেই কি চলে গেলে ,
আমি তোমার ছোট্ট খোকা
মানুষের ভিড়ে বড়ই বোকা
বুঝিনা তাদের ছলচাতুরি,
এদের মাঝে আমি একা
কষ্ট বুকে রাখি চাপা
কেউতো আমায় ভালোবাসে না,
বলেছিলে আমি সোনা ছেল
তাহলে কেন চলে গেলে
আসনা মা আবার ফিরে
ঘুমাবো আমি তোমার কোলে
শরৎ কালে তোমার কোলে
ঘুমিয়ে ছিলাম অনেক আগে
এখন আর ঘুম আসে না
এক দিন মা আসবে ঘুম
তখন ঘুমাব চিরতরে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুল ইসলাম ফারাবী ২৩/০৮/২০১৭valo
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৮/২০১৭অনেক ভালোলাগা।
-
মনিরুল ইসলাম ফারাবী ২২/০৮/২০১৭খুবি সুন্দর
-
সাঁঝের তারা ২২/০৮/২০১৭সুন্দর