মা-খালাদের সাথে আনন্দের কিছু মুহূর্ত
মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময় আজ কাটালাম। হৃদয়ের গভীরতা থেকে উপলব্ধি করতে পারছি আন্তরিকতা। ছোটদের সাথে কানামাছি, বৌছি ও আরো নানান রকম খেলা খেলে। এই সময় আমার কাছে চিরন্তন ভাবে গেঁথে রাখবো। ফিরে পাওয়া যাবে না আজকের মতো মুক্ত হাওয়ায় দোল খাওয়ানো সুর। গাছ থেকে তেঁতুল পাড়া, মাঠে বসে আড্ডা দেওয়া, অন্যের বাড়ির টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে, সেই পানি পান করা, এ যেন উৎকৃষ্ট সুখ। গ্রামের খাঁটি মাটি বলতে কিছু আছে সেটার আচঁ বোধহয় এই দুইদিনে উপলব্ধি করেছি। মায়ের খালা বাড়ি জীবনের প্রথম বেড়াতে এসেছি। মা,বড়ো খালা,ছোট খালা,ও আমাদের সকল ভাই বোন মিলে। সাধের সময়টুকু উপভোগ করছি। তাঁদের এই আতিথ্য প্রবণতা দেখে আমি মুগ্ধ হয়েছি। মায়ায় জড়িয়ে গিয়েছি তাঁদের মিশুক প্রবণতার। মায়ের খালা,খালাতো ভাই ও আমাদের খালাতো ভাই বোনদের ভালোবাসা দেখে। তারা কিভাবে অল্প সময়ের মধ্যে নতুন মানুষদের সাথে মিশে যেতে পারে। সাথে, সাথে থেকে কখন কি দরকার সেটা শোনার অপেক্ষায় থাকা। এ যেন পরম্পরের প্রতি শ্রদ্ধাশীলতায় হৃদয় স্পর্শ করা ঘটনা। আমাদের সবার উচিৎ আত্মীয় স্বজনদের প্রতি সম্পর্ক বজায় রাখা। মনের মধ্যে খানে আন্তরিকতার সাথে জায়গা দেওয়া।আতিথেয়তা হলো একটা মহৎকর্ম, সুন্দর অন্তরঙ্গতা ও সৌন্দর্যের প্রতীক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৮/০২/২০২৫চমৎকার লেখা
-
মোঃ সোহেল মাহমুদ ০৫/০২/২০২৫Good
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০২/২০২৫ভাল লেখা