www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভয়

আজ বিপদের ঘন্টা দরজার সামনে এসে বাজতে শুরু করেছে। কালো ধোঁয়ায় বন্ধি করে শ্বাসরুদ্ধকর করতে চাচ্ছে। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পাচ্ছি। শিয়াল শকুন ওত পেতে বসে আছে। কখন ছোবল মেরে বসে জানা নাই।  ভয়ে শুকনো পাতার মতো মর্মরে হয়ে গেছি। কখন আচমকা হাওয়ায় ঝরে পড়ে যাই। শকুনের করা নজর সিংহের দিকে, সুযোগের অপেক্ষায় পথ চেয়ে আছে। কোনো ভাবে দুর্বল আর নিস্তেজ পেলেই নিমেষেই ভশ্ব করে ফেলবে। বিষাক্ত জিহ্বায় কুকুরের লালা ঝরতে থাকে। লোভের আগুনে তারা মরিয়া হয়ে উঠেছে। সর্বশান্ত করে ফেলতে চায়। তবে শিয়াল নিজেকে যতই বুদ্ধিমান মনে করুক না কেন। সিংহের কাছে বনের ছোট্ট একটা প্রাণী।  যা সিংহ ইচ্ছে হলেই তাকে গিলে ফেলতে পারে। কিন্তু সিংহ তা করে না, রাজা কখনো পিপড়া মারতে যায় না। পিঁপড়া যখন বেশি দৌড়ায় তখন বাতাসের ঝড়ে এমনেই পড়ে যায়। শুধু শুধু সময় নষ্ট করার কি দরকার।

জে এস এম অনিক
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast