www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মজীবনী

কোনো মেয়েদের উতক্ত করার জন্য স্কুলের সামনে রাস্তার ধারে এবং কলেজে কোথাও এমন একটি বাজে আচরণের মনমানসিকতা ছিল না বলে লোকে বলতো বলদ বোকা।মানুষ সাদাসিধা নৈতিকতার জগতে ভেসে বেড়ানো কি বর্তমান সমাজে অপরাধ? জীবনে কোনো বন্ধু পাইনি। কেউ বন্ধুত্ব করতে চাচ্ছে না। ছোটবেলা থেকে সাহিত্যের সাথে উদগ্রীব ভালোবাসায় নিজেকে সাজিয়ে রাখতে চেয়েছি। ভালোবাসতে চেয়েছি কবি ও কবিতাকে। কিন্তু সেখানেও বাঁধা বিপত্তি ভেদ করে চলতে হচ্ছে। অন্তমুখী হয়ে বসবাস কার ভালো লাগে। ভালো একটা বন্ধু নাই, সঙ্গী নাই, নাই কোনো কোলাহল। তারপরও নিজেকে মানিয়ে নিয়ে চলতেছি। মা-বাবা ভাই বোনের টুকটাক কিছু আত্মীয় স্বজনদের ভালোবাসা পেয়ে যৌবনে পর্দারপন করেছি। অভাব অনটনার আমাদের সংসারে ঘুন পোকার মতো লেগে থাকতো,এখনো আছে। নিজেকে নিয়ে কোনো সপ্ন দেখি না। ভালোবাসি না নিজেকে, ভালোবাসি সাহিত্যকে, এবং ভালোবাসি নিজের পরিবারকে। জীবনে একটা ভালো পোশাক পরিধান করি নাই, করি নাই কোনো রং মহলে উল্লাস। কোনো মানুষের সাথে আজও পর্যন্ত একটা খারাপ কথা বলে দেখি নাই। ঝগড়া মারামারি কোনো ধরনের বিরদ তৈরি করি নাই। কিন্তু তারপরও আমার অজান্তে শত্রুদের আনাগোনা বেড়েছে। আমি মানুষকে ভালোবাসতে চাই। আমাকে কোনো মানুষ ভালো বাসুক আর না-ই বাসুক। আমি মানুষকে ভালোবেসে যাবো।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ২৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • suman ১২/০৮/২০২৪
    সুপ্রিম অনুমান করছি আপনি বয়সে নবীন, তো কি হয়েছে আপনার বয়সে আমিও দারিদ্র্য এর সাথে সংগ্রাম করেছি, কিন্তু কঠোর পরিশ্রম আর উচ্চাশা ছাড়িনি, ক্রমে দারিদ্র্য কে জয় করেছি, এই অর্থে বিলাসিতা নয় দুটো ডালভাতের জন্যে ভিক্ষা করতে হবেনা এটি বহুকষ্টে মিতব্যয়ী জীবনযাপন করে অর্জন করেছি, তাই সুখকে কষ্ট আর পরিকল্পনা দিয়ে কিনতে হয়, আপনার জন্যে আশীর্বাদ...
  • ফয়জুল মহী ০৯/০২/২০২৪
    বাহ্
  • নাইস
 
Quantcast