দুঃখ বিলাস
দুঃখীরামের সুখের নিদ
হলো যেদিন ভবে।
মানব জনম সার্থকতায়
মানব তাহারে অনিষ্ট করে।
উপহাসের পইঠায় বসে
কুচক্র পালে।
কারো সুখে কেউ খুশী না
প্রলোবনের মাঝে।
সজনপ্রীতি কেউ হাসে না
হিংসায় জলে মরে।
হলো যেদিন ভবে।
মানব জনম সার্থকতায়
মানব তাহারে অনিষ্ট করে।
উপহাসের পইঠায় বসে
কুচক্র পালে।
কারো সুখে কেউ খুশী না
প্রলোবনের মাঝে।
সজনপ্রীতি কেউ হাসে না
হিংসায় জলে মরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৫/০৭/২০২৩💓♥️💓♥️💓♥️
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/০৭/২০২৩সুন্দর হয়েছে। কিন্তু বানানের দিকে খেয়াল রাখতে হবে।
-
ফয়জুল মহী ০৪/০৭/২০২৩সুনিপুণ প্রকাশ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৩/০৭/২০২৩🌹